Saturday, November 10, 2018

BDFINANCE


গত নভেম্বর ৫ তারিখে একটা আইডিয়া শেয়ার করে বলেছিলাম ইনডেক্স যদি ৫২০০ থেকেও ঘুরে দাঁড়ায় তবে সেটা খুবই লজিকাল হবে। এর নীচে নামলে দীর্ঘ মেয়াদী মন্দার পূর্বাভাস হবে। এখন পর্যন্ত আল্লহর রহমতে নামেনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।

ইনডেক্স ভালো হলে , বড় পেইড আপের শেয়ার গুলি ভালো হতে হবে । এক্ষেত্রে আমি আর্থিক খাতের একটা শেয়ার নিয়ে এনালাইসিস দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেয়ারটি আর্থিক খাতের বর্তমানে একটা লিডিং শেয়ার।

বিডি ফিনান্স___ শেয়ারটি মুভমেন্ট আমরা কিছুদিন আগে দেখেছি। ভালো ভলিউম আর মমেন্টাম নিয়ে এগিয়েছিল। বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে তাকে বলে খাদের কিনারা। এখান থেকে এক কদম নিচের দিকে এগুলে বড় বিপদ। সম্ভাব্য গন্তব্য দেখানোর চেষ্টা করেছি। পক্ষান্তরে যদি নীচের দিকে নামতে অস্বীকার করে উপরের দিকে যাওয়া শুরু করে তবে টেকনিক্যালি হারমোনিক থ্রি ড্রাইভ প্যাটার্ন করে প্রায় ৩৫% লাভের একটা যৌক্তিক সম্ভাবনা আছে।

এখানেই আসে ইনডেক্স এর প্রশ্ন___ দীর্ঘ মেয়াদী মন্দার মধ্যে পড়ে যায় তবে এই ধরনের শেয়ার গুলিকে উপরে যাওয়ার পরিবর্তে হয়তো নীচের দিকেই আমরা যেতে দেখবো। 

আল্লাহ ভরসা

No comments:

Post a Comment