Sunday, November 4, 2018

Market Observations



ইনডেক্স নিয়ে বেশ চিন্তায় আছি।  হয়তো  আমার সাথে অনেকেই আছেন। প্রায় এক বছরের অধিক সময় ইনডেক্সের সুনির্দিষ্ট দীর্ঘস্থায়ী কোন আপ ট্রেন্ড নাই। কিন্তু আমরা যদি সাপ্তাহিক চার্টে তাকাই তবে সুনির্দিষ্ট ডাউন ট্রেন্ড ও এখনো নিশ্চিত করেনি। লোয়ার লো এবং লোয়ার হাই নাই। বরং সাপ্তাহিক চার্টে ২০১৩ এর পর থেকে হাইয়ার হাই এবং হাইয়ার লো তইরি করে এখনো আপ ট্রেন্ড ধরে রেখেছে। সে হিসাবে ইনডেক্স এখনো আপ ট্রেন্ডে আছে। 

ইন্ডেক্সকে বর্তমান লেভেল থেকে একটুও নীচে না নামাতে আপ্রাণ চেষ্টা করছিলাম। তবে সেটা যুক্তির মধ্যে থাকেই। আমি যে কোন এনালাইসিস করার ক্ষেত্রে কমপক্ষে তিনটি শক্ত  যুক্তি উপস্থাপনের চেষ্টা করি। এখানেও তাই করলাম।

এনালাইসিস টি করার সময় মনে প্রানে চাচ্ছিলাম এর নিচে যেনো ইনডেক্স না নামে , নামলে এর তলা খুজে পাওয়া মুস্কিল হবে। চার্টে ৫২৩৯ এর নিচে বিপদজঙ্ক এলাকা দেখানো হয়েছে। আচ্ছে আমি আরো ৩৯ বাদ দিলাম । ৫২০০ এর নিচে যেনো আর না নামে। আল্লাহ ভরসা

No comments:

Post a Comment