FUWANGFOOD নিয়ে গত জুনের ২৮ তারিখে আমার ব্লগে একটা আইডিয়া শেয়ার করেছিলাম। ব্লগের সব আইডিয়া ফেবুতে শেয়ার করা হয় না , যেমন এটি করিনি, ভিউও অনেক কম। শেয়ারটি নিয়ে আমার এক ক্লোজ ফেবু ফ্রেন্ড আপডেট জানতে চেয়েছিলেন বলে শেয়ারটি নিয়ে এই মুহুর্তে আমার মতামত তুলে ধরার চেষ্টা করছি।
শেয়ারটি যে মোমেন্টাম নিয়ে এতো দূর এগিয়ে এসেছে তাতে স্পষ্টতই ধারণা করা যায় এটি আরো উপরে যাবে ইনশাআল্লাহ্। ব্যাতিক্রমি যে দুই একটা শেয়ার কারেকশানের পরোয়া করেনা এটি তার মধ্যে একটি। জুনের ২৮ তারিখে যখন এনালাইসিসটি করি তখন ধারণা করেছিলাম ২০.৫০ এর প্রথমিক টার্গেট , যদি ট্রাইএঙ্গেল ব্রেক আউট হয়। টার্গেট পার করে গিয়েছে।
এখন কি করা উচিৎ ...... শেয়ার টি আরো উপরে যাবে এমন আশার কথা আমি আগেই বলেছি ; কিন্তু এটি কি সেই দুর্লভ শেয়ারগুলির একটা হবে , যেটি কোন নিয়ম নীতি না মেনে প্রতিদিনই সার্কিট রেটে বাড়তে থাকবে? হতে পারে আবার নাও হতে পারে। তাই যাদের কিছু কম রেটে কেনা আছে তারা বিক্রির ক্ষেত্রে ট্রেইলিং স্টপ টেকনিক্যাল পদ্ধতি ব্যবহার করলে সুফল পেতে পারেন। আর যারা কিনতে চান তারা কিছুটা সাবধানী হলে হয়তো বুদ্ধিদীপ্ত সিধান্ত নিতে পারবেন। কারণ ঠিক উপরেই লং টার্ম চ্যানেলের বাধার মুখে পড়তে যাচ্ছে ফুওয়াং ফুড। এই ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা আমি করি না তাই এই মুহুর্তে কারেকশান আশা করছি , এবং কারেকশান শেষে আবার সুবিধাজনক স্থানে এন্ট্রি দিলে ভালো ফল পাবেন আশা রাখি___ আল্লাহ্ ভরসা
No comments:
Post a Comment