ডেইলি চার্টে সম্পূর্ন চিত্র নিয়ে আসা কঠিন ছিল। বাধ্য হয়েই সাপ্তাহিক চার্ট ব্যবহার করলাম। ডেইলি চার্টে H&S অনেক স্পষ্ট ভাবে খুজে পাবেন। দির্ঘ মেয়াদি ডাউন ট্রেন্ডের ধকল শেয়ারটি কাটিয়ে উঠতে পারেনি ।২০১৫ সালের জানুয়ারিতে ৬৮ লেভেলের দখল যখন শেয়ারটি হারায় , তখন কে জানতো এর দখল নিতে এতো কষ্ট করতে হবে। পাঁচবার, চেষ্টা হয় পাঁচবার দখল নেবার, প্রতিবারই ব্যার্থ। এ বছরের শুরুর দিকে প্রায় দখল নিয়েই নিয়েছিল , কিন্তু ধরে রাখতে পারেনি। তবে দুর্ভেদ্য প্রাচীর নড়বড়ে করে দিয়েছিল। চার্টে দেখবেন প্রতিবার ব্যার্থ চেষ্টার পরেই আফতাব অটো অনেক পেছনে সরে এসেছে; কিন্তু এইবার ব্যাতিক্রম। পেছনে সরে আসেনি ! বরং প্রাচীরের খুব কাছে অবস্থান করে অন্যতম শক্তিশালী একটি কৌশল ইনভার্স হেড এন্ড সোল্ডার ফরমেশানে এগিয়েছে। যারা টেকনিক্যাল এনালাইসিস করেন তারা জানেন , সফলতার হার এই ফরমেশানে অনেক বেশী।
এখন কি করা উচিৎঃ দুটি কাজ করা যায়।
প্রথমত__ ইনভার্স হেড এন্ড সোল্ডার এর প্রাথমিক টার্গেট ৭৫। তাই পাঁচ টাকার এই লাভের আশা করে কেউ যদি এন্ট্রি দেন , তবে টেকনিক্যালি দোষ দেয়া যাবে না।
দ্বিতীয়ত___ আর যারা সাবধানতা অবলম্বন করতে চান , তারা দেখতে থাকেন । ৬৮ থেকে ৭৪ এই লেভেলে শত্রু পক্ষের অবস্থান খুব শক্ত। আমরা যুদ্ধ করতে আসিনি। যুদ্ধ একাই আফতাবই করুক। কতখানি কম ক্ষয়ক্ষতিতে এই যুদ্ধ থেকে ফায়দা হাসিল করা যায় সেই চেষ্টা করা তাদের জন্য ভালো। সে ক্ষেত্রে টেকনিক্যালি , গ্রামাটিকালি আফতাব আটো সুযোগ দিবে তার দলে যোগ দেবার , ইনশাআল্লাহ্। অপেক্ষা করেন বিপদজনক এলাকা পার করার জন্য । সেক্ষেত্রে এন্ট্রির ভালো যায়গা ৭৬। আল্লাহ্ ভরসা
No comments:
Post a Comment