Friday, July 7, 2017

FEKDIL



শেয়ার টি নিয়ে আমার আইডিয়া শেয়ার করতে ইচ্ছা হলো কারণ শেয়ারটি বেশ ট্রিকি পজিশানে আছে , সাথে কিছু  ক্লোজ ফেবু ফ্রেন্ড শেয়ারটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন। টেকনিক্যাল এনালাইসিস এর যে বেসিক রুল গুলি আছে তার মধ্যে একটি হল ," শেয়ার এর পেছনে ছুট না , শেয়ার কে তোমার কাছে আসতে দাও।"  ফেকডিল ঠিক এই স্থানে কিনলে এই রুল ভাঙ্গা হয়।  একজন প্রফেশনাল এনালিস্ট রুল কখনো ভাঙ্গবেন না। 

শেয়ার ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে SURE বলে কোন শব্দ নাই। যেটা আছে তা হল প্রাইস চেইঞ্জ।___  তবে হ্যা কিছুটা সুবিধা জনক অবস্থানে থাকেন  , যিনি এই প্রাইস চেইঞ্জ ম্যানুপুলেট করতে পারেন। যদি এমন কোন ব্যাক্তির সানিধ্যে কেউ থাকেন , যিনি প্রাইস চেইঞ্জ  ম্যানুপুলেশানে জড়িত বা তিনি নিজেই যদি সেই ব্যাক্তি হন ভিন্ন কথা ; সেক্ষেত্রে যেকোনো রেটেই শেয়ার কেনা যায়। এটা শুধু আমাদের দেশে না সব মার্কেটেই প্রযোজ্য। কিন্তু যদি এমন না হয় তবে এই রুল ফলো না করলে অনেক ক্ষেত্রেই কিছু আর্থিক ক্ষতি বা সময় ক্ষতির মুখে পড়তে হয়।

ফেকডিল একদিকে যেমন সম্ভাবনাময় অন্যদিকে কিছু নিরাশাও আছে। সম্ভাবনার দিকটি হল , যদি থ্রি ড্রাইভ প্যাটার্ন এর দিকে যায় টার্গেট ৪০ এর আশেপাশে কিন্তু যদি হরাইযোন্টাল রেজিস্টেন্স না ভাঙতে পারে (চার্টে দেখানো আছে) এবং ডাইগোনাল সাপোর্ট ভেঙ্গে যায় তবে প্রাথমিক টার্গেট ২০ টাকা হতে পারে।  আর আমরা হরহামেশাই শুধু হারমোনিক না যে কোন চার্ট প্যাটার্নের ভাইলেশান দেখতে পাই।

এমন ক্ষেত্রে যদি টেকনিক্যালি এর টার্গেট ৪০ এর আশেপাশে হয় তবে কেনো হরাইযোন্টাল রেজিস্টেন্স সাথে মিড টার্ম ডাইগোনাল রেজিস্টেন্স ২৮ এর উপরে ক্লোজ হবার অপেক্ষায় থাকবো না? ____ আল্লাহ্‌ ভরসা 
                                              ALLAH Vorosa

No comments:

Post a Comment