নিউটনের দ্বিতীয় সূত্র কি চমৎকার ভাবেই না আমাদের মার্কেটে কাজ করে ..... "বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে, পরিবর্তনও সেদিকে হয়।" মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তুর উপরে f বল প্রয়োগ করা হোল এর ফলে বস্তুটি a হতে b তে গেলো। মোটামুটি সূত্রটি এইরকমই।
এখন প্রশ্ন হোল বল যেদিকে কাজ করে পরিবর্তন যদি তার বিপরীত দিকে হয়, বা আদৌও কোন পরিবর্তন না হয় ? তবে কি আমরা বলতে পারি কাজ হয়েছে ?? যদি বিপরীত দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তবে হয়তো নিউটন বলতেন , কাজতো হয়েছে ঋনাক্তক কাজ। কিন্তু বস্তুর অবস্থানের যদি কোন পরিবর্তনই না হয় ?
শেয়ার মার্কেটে আমাদের অবস্থা হয়েছে তেমনই, বল প্রয়োগে বিপরীত দিকে বস্তুর (টাকা) অবস্থানের পরিবর্তন বা বস্তুর (টাকা) অবস্থানের কোন পরিবর্তনই হয় না।
যাক বিজ্ঞান নিয়ে বেশী কথা না বলি, এ বিষয়ে আমার দৌড় উচ্চ মাধ্যমিক পর্যন্তই।
আসেন মার্কেট নিয়ে কথা বলি... ইনডেক্স পড়বে তা বুঝা যাচ্ছিলো, কিন্তু তাই বলে এতো নির্দয় ভাবে !! আমার মতে মার্কেটকে লাঞ্ছিত করা হচ্ছে। এই লাঞ্ছনার কি শেষ হোল? আমি নিশ্চিত হতে পারছিনা। এমনতো না যে আরো লাঞ্ছনার আগে কিছু বিরাম নেয়া হচ্ছে? আমি জানি না ; এর উত্তর একমাত্র আল্লাহই জানেন ।
তবে কিছু ক্যান্ডেল প্যাটার্ন যা দিয়ে কিছু পুর্বানুমান করা যায়।
Three Methods Pattern : সাধারণত এই ক্যান্ডেল প্যাটার্নকে চলমান ট্রেন্ড এর continuation প্যাটার্ন হিসাবে ধরা হয়। ইনডেক্স এর চলমান ট্রেন্ড ডাউন তাই যদি এই প্যাটার্ন বাস্তবে রুপ নেয় তবে ধরে নিতে পারি ইনডেক্স আরো পড়বে। বলে রাখা ভালো এই প্যাটার্ন এখনো পূর্নতা পাইনি। টেক্স বুক বলে ৫ টি ক্যান্ডেল নিয়ে এই প্যাটার্ন গঠিত হয়। কিন্তু বাস্তবতা হোল এই ক্যান্ডেল সংখ্যা তারতম্য হয়।
আমি বলছিনা এমনটি হবে , তবে হতে পারে। কিছু শর্ত আছে প্রথম এবং পঞ্চম ক্যান্ডেল অন্য তিনটি ক্যান্ডেল থেকে বড় হবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ক্যান্ডেল সাদা বা সবুজ হবে এবং তা অতি অবশ্যই প্রথম ক্যান্ডেলের রিয়েল বডির বা হাই লো এর মধ্যেই থাকবে। পঞ্চম ক্যান্ডেল এর ক্লোজ হবে প্রথম ক্যান্ডেল এর ক্লোজ এর নীচে।
এখন প্রশ্ন হোল বল যেদিকে কাজ করে পরিবর্তন যদি তার বিপরীত দিকে হয়, বা আদৌও কোন পরিবর্তন না হয় ? তবে কি আমরা বলতে পারি কাজ হয়েছে ?? যদি বিপরীত দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তবে হয়তো নিউটন বলতেন , কাজতো হয়েছে ঋনাক্তক কাজ। কিন্তু বস্তুর অবস্থানের যদি কোন পরিবর্তনই না হয় ?
শেয়ার মার্কেটে আমাদের অবস্থা হয়েছে তেমনই, বল প্রয়োগে বিপরীত দিকে বস্তুর (টাকা) অবস্থানের পরিবর্তন বা বস্তুর (টাকা) অবস্থানের কোন পরিবর্তনই হয় না।
যাক বিজ্ঞান নিয়ে বেশী কথা না বলি, এ বিষয়ে আমার দৌড় উচ্চ মাধ্যমিক পর্যন্তই।
আসেন মার্কেট নিয়ে কথা বলি... ইনডেক্স পড়বে তা বুঝা যাচ্ছিলো, কিন্তু তাই বলে এতো নির্দয় ভাবে !! আমার মতে মার্কেটকে লাঞ্ছিত করা হচ্ছে। এই লাঞ্ছনার কি শেষ হোল? আমি নিশ্চিত হতে পারছিনা। এমনতো না যে আরো লাঞ্ছনার আগে কিছু বিরাম নেয়া হচ্ছে? আমি জানি না ; এর উত্তর একমাত্র আল্লাহই জানেন ।
তবে কিছু ক্যান্ডেল প্যাটার্ন যা দিয়ে কিছু পুর্বানুমান করা যায়।
Three Methods Pattern : সাধারণত এই ক্যান্ডেল প্যাটার্নকে চলমান ট্রেন্ড এর continuation প্যাটার্ন হিসাবে ধরা হয়। ইনডেক্স এর চলমান ট্রেন্ড ডাউন তাই যদি এই প্যাটার্ন বাস্তবে রুপ নেয় তবে ধরে নিতে পারি ইনডেক্স আরো পড়বে। বলে রাখা ভালো এই প্যাটার্ন এখনো পূর্নতা পাইনি। টেক্স বুক বলে ৫ টি ক্যান্ডেল নিয়ে এই প্যাটার্ন গঠিত হয়। কিন্তু বাস্তবতা হোল এই ক্যান্ডেল সংখ্যা তারতম্য হয়।
আমাদের ইনডেক্স চিত্র
আমি বলছিনা এমনটি হবে , তবে হতে পারে। কিছু শর্ত আছে প্রথম এবং পঞ্চম ক্যান্ডেল অন্য তিনটি ক্যান্ডেল থেকে বড় হবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ক্যান্ডেল সাদা বা সবুজ হবে এবং তা অতি অবশ্যই প্রথম ক্যান্ডেলের রিয়েল বডির বা হাই লো এর মধ্যেই থাকবে। পঞ্চম ক্যান্ডেল এর ক্লোজ হবে প্রথম ক্যান্ডেল এর ক্লোজ এর নীচে।
তবে একটি কথা বলে রাখা ভালো , টেক্সবুকে যা থাকে বাস্তবতা অনেক সময় কিছুটা ভিন্ন হয়। আর ইনডেক্স এ ক্যান্ডেল প্যাটার্ন গুলি নিয়ে আসা কঠিন হয় , আগের দিনের ক্লোজ পরের দিনের ওপেনিং এর কারণে। ইনডেক্স যদি ৪৪৭৫ পার করে গেলে এই প্যাটার্ন আর কার্জকর থাকবে না___ আল্লাহ ভরসা



great brother
ReplyDeleteThank you
DeleteGood analysis
ReplyDeleteThank you
Deletethanks Reyadh vi
ReplyDeleteThank you
Delete