কতো খুশি, মিলাদ মহফিল, মিষ্টি বিতরণ ; আরো কতকিছু ! বাংলাদেশ ব্যাংক এর গভর্নর যে আজ পদত্যাগ করেছেন। নতুন গভর্নর আসবেন, এমন এমন আইন তিনি তৈরি করবেন যে বাংলাদেশের পুজিবাজার পৃথিবীর বায়ু মণ্ডল ত্যাগ করে নভো মন্ডলে চলে যাবে! তাইতো অতি খুশিতে আজ আমরা হাতে থাকা টাকা দিয়ে সব শেয়ার কিনে ফেললাম বেলা ১২ টার মধ্যেই। ইন্সটিটিউটগুলি কি আমাদের মতো Immature? ....না... তারা আমাদের থেকে অনেক বেশী স্মার্ট। তারা এই Feeding frenzy তে অংশ নেয়নি।
তাই বেলা ১২ টার পরে যখন আমাদের টাকা শেষ হয়ে গেল, ইনডেক্স এর পতনও শুরু হোল। ইন্সটিতিউটগুলি শেষ পর্যন্ত কেনার জন্য মাঠে নামেনি , বরং তারা কিছু কিছু করে বিক্রি করেছে। ব্যাংক গুলি যদি সাপোর্ট না দিতো , নিশ্চিত থাকেন আজ ইনডেক্স নেগেটিভ থাকতো।
২০১০ সালে যে পতন হয়েছিল তার জন্য কি শুধু গুটি কয়েক মানুষ জড়িত ছিল?... তাই কোন দিন হয়? ...একহাতে কি তালি বাজে? আমাদের কি কোনই দোষ ছিলো না?... আমাদের বোকামিকে একদল মানুষ কাজে লাগিয়েছে। আমরা বুদ্ধিমান কিছু মানুষের কাছে হেরে গিয়েছি। বুদ্ধির খেলায় হেরে গিয়ে অন্যকে কেনো দোষারোপ করা?
পৃথিবীর কোন ব্যবসাতে সিন্ডিকেট হয় না? পেঁয়াজের দাম কি ৩০ টাকা থেকে ১০০ টাকা হয় না? আন্তর্জাতিক বাজারে তেলের দামের উঠানামা তো সিন্ডিকেটের মাধ্যামেই হয়। শেয়ার বাজারে সিন্ডিকেট হলেই দোষ! পৃথিবীর কোন দেশের শেয়ার বাজারে সিন্ডিকেট হয় না? রিউমার ছড়ানো হয় না? আপনাকে ব্যবসাকে বুঝার চেষ্টা করতে হবে। শেয়ার বাছাই করার সক্ষমতা থাকতে হবে। তা না হলে আমরা গভর্নরকে দোষ দেবো, অর্থমন্ত্রিকে দোষ দিবো। আর কার কার উপরে দোষ দেয়া যায় তার তালিকা তৈরি করবো। কিন্তু নিজের দোষ আমরা কবে দেখতে পাবো?
আজতো আমাদের দির্ঘদিনের দাবি পুরন হোল, কিন্তু আজকের কেনাবেচা এমন হোল কেন? আজ তো ১০০ পয়েন্ট ইনডেক্স বৃদ্ধি পাওয়ার কথা ছিল, হয় নি কেন?
আমাদের আরো Mature হতে হবে। আমাদের জানতে হবে কোথায় শেয়ার কিনতে হবে আর কোথায় তা বিক্রি করতে হবে। যে গভর্নরই আসুত আপনার পথে গোলাপ ফুলের পাপড়ি ছিটাবে না। বরং গোলাপের কাঁটা বাচিয়ে কিভাবে ফুল হাতে নেয়া যায় সে কৌশল আপনাকে জানার চেষ্টা করতে হবে.. ধন্যবাদ___ আল্লাহ ভরসা
সত্য কথা রিয়াদ ভাই , কিন্তু শেয়ার বাজার ধ্বংস এ তার কিছু সিদ্ধান্ত ছিল না!
ReplyDeleteright brother
ReplyDeleteWhat BB did wrong is their previous law was too much liberal about capital market exposure which was 10% of deposit. For every bank they got a big room to take huge exposure with very cheap money (enough liquidity in money market).
ReplyDeleteSpecial thanks for ur last line.
ReplyDeleteThanks a lot 😊
ReplyDelete