না , আমি এখনো মনে করি পতনের বাকি আছে অনেক। উচু গাছের মগ-ডাল থেকে পড়ছি , ৪৬০০ লেভেলে একটি ডালে আটকে ছিলাম আমরা। এই ডাল যে আমাদের ভার বহন করতে পারবে না আগেই মনে হচ্ছিলো। পরের ডালটি ৪৩৭০ এর আশেপাশে। এই ডাল যদি আমাদের ভার নিতে না পারে ? নীচে কিন্তু আর ডাল নাই, একদম মাটি , পাথুরে মাটি। আপনিতো পড়বেনই , পড়ে যদি বেঁচেও থাকেন ঘাড়ের উপরে যে কতজন পড়বে তার হিসাব রাখা কঠিন হবে। এই ভয়াবহ পরিস্থিতি না আসুক তার জন্য আল্লাহ্র কাছে পার্থনা করি।
অত দূরের হিসাব সাধারণত আমি করি না। আমি হিসাব করি ৩ থেকে ৫ দিনের, দূরের থেকে কাছের বস্তুতে দৃষ্টি দিলে অনেক সুবিধা। আজ আমি আত্মবিশ্বাসী ছিলাম, একটু বেশী রকমেরই আত্মবিশ্বাসী ছিলাম, মার্কেট ভালো থাকবে , সাথে আরো দুই দিন যদি আল্লাহ চান। বেশ কিছু দিন মার্কেট থেকে দূরে , মনে হোল Its time to play. জিতবো কিনা জানিনা , তবে হারলে কতটুকু হার স্বীকার করবো তার ছক কেটে নিয়েছি। এমারেল ওয়েল কিনেছি আজ। আল্লাহ ভরসা।
আগেই বলেছি আজ একটু বেশিই আত্মবিশ্বাসী ছিলাম পজেটিভ মার্কেটের ব্যাপারে। আসলে টেকনিক্যালি আজ মার্কেট নেগেটিভ থাকার কোন সুযোগই ছিল না। আজ যেখানে মার্কেট শেষ হয়েছে তাতে আশা করা যায় আগামী দিন নূন্যতম ১৫ পয়েন্ট ইনডেক্স পজেটিভ থাকা উচিৎ বেশী থাকলে আরো ভালো , বাকিটা আল্লার ইচ্ছা। আল্লাহ ভরসা
No comments:
Post a Comment