শেয়ারটি কিনেছিলাম ৭৮.৬০ এ ৪ টাকা লাভের আশায় , লাভ হয়নি উল্টা স্টপ লস দিতে হয়েছিলো। লক্ষণ খারাপ দেখে ১ টাকা লসে বিক্রি করে দিয়েছিলাম। ৭৩.৪০ এ নেমেছিল বিক্রি করে দেয়ার পরে। এখন আবার মনে হচ্ছে শেয়ারটি কেনার মতো অবস্থানে এসেছে। ৯১/৯২ লেভেলে যাওয়া টেকনিক্যালি খুবই স্বম্ভব। ইনডেক্স সন্ধিক্ষণে আছে। ঝুকি নেয়ার সামর্থ্য থাকলে t2 বা t5 হিসাবে নিতে পারেন। আল্লাহ ভরসা
thanks via
ReplyDelete