Monday, February 22, 2016

RAKCERAMIC


Rak তে একবার লাভ করেছি। শেয়ারটি জানুরারির শেষের দিকে ডবল টপ করেই নীচের দিকে যাত্রা শুরু করে। ফেব্রুয়ারির ১৪ তারিখে রাইজিং ট্রেন্ড লাইনে একটি চমৎকার ক্যান্ডেল তৈরি করে। মনোযোগ সেদিনই টানে শেয়ারটি । আমি অপেক্ষা করছিলাম ৭০ লেভেলে যে হরাইজন রেজিস্টেন্স আছে তা পার হবার জন্য। ৭০ লেভেল পার করেছে ১৭ তারিখে । আমি একটা রিটেষ্ট আশা করছিলাম । আমার হিসাবে আজ রিটেষ্ট হয়েছে। যদি হিসাব ঠিক থাকে তবে এই সপ্তাহেই আশা করি আল্লাহ চাইলে ৭৫ পাবো ইনশাআল্লাহ্‌। যদি কোন কারণে না পাই তবে ৭০ হবে আমার স্টপ লস। আমার কেনা দাম ৭১.২০.... আল্লাহ ভরসা

No comments:

Post a Comment