অস্বস্থি কখন হয় জানেন ? যখন আপনার পরিচিত কেউ তার স্বভাব বিরুদ্ধ আচরণ করে। মনের মধ্যে নানা সন্দেহ উঁকি দেয়। এই সন্দেহ যে সবসময় অমূলক হয় তা না। তাই যখনই কেউ তার স্বভাব বিরুদ্ধ আচরণ করে অস্বস্থি হওয়াই স্বাভাবিক।
ধরে নিলাম আমাদের এই শেয়ার মার্কেটের ইনডেক্স এর কোন বদ মতলব নাই। মনে মনে সে কোন ষড়যন্ত্রও করছে না। খুবই ভালো মানুষের মতো আরও উপরে যাবার জন্য কিছুটা প্রস্তুতি নিচ্ছে , কিছুটা বিশ্রামও নিচ্ছে।
কিন্তু এই ইনডেক্স তার অতীতে এতো অসংখ্য বার সাধারণ মানুষকে ধোকা দিয়েছে, মার্কেট মেকারদের কুটিল স্বরযন্ত্রে সামিল হয়ে , কতো অসংখ্য মানুষকে স্বর্বসান্ত করেছে তার হিসাব নাই।
তাই যখন এমন অতিতের কেউ তার স্বভাবের বাইরে গিয়ে ভালো মানুষের মতো আচরণ করে তখন কিছু সন্দেহ হয় বৈকি। ইতোমধ্যেই ইনডেক্স আমাদের মনে এই ধারনার বিজ বপন করে দিয়েছে যে, সে বিশ্রাম নিচ্ছে এবং অতি শীঘ্রই স্বদলবলে উর্ধমুখে যাত্রা করবে।
হয়তো আমিই ভুল। ইনডেক্স হয়তো সত্যই এবার ভালো মানুষ হয়ে গিয়েছে। কিন্তু আমি বাঙ্গালী, অতি সহজে এই মীর জাফর কে বিশ্বাস করছিনা। তুমি যে ভালো হয়েছো তার প্রমাণ দেও আগে__ আল্লাহ ভরসা
No comments:
Post a Comment