Sunday, February 14, 2016

Market Observations


"হোল না রত্না"..... আমি কতো শত গল্পের বই পড়েছি, কতো অসংখ্য মুভি দেখেছি... সবগুলিরই কি নাম মনে আছে! না থাকে?__ "হোল না রত্না"  সেবা প্রকাশনীর একটি রোমান্টিক উপন্যাসের নাম। পড়েছিলাম প্রায় বছর বিশেক আগে , কিন্তু নামটা মনে আছে। কেন আছে তার ব্যাখ্যা দিতে পারবোনা, উপন্যাসের বিষয়বস্তুও মনে নেই, মনে আছে শুধু নামটা। সৃতি  কেনো এই নামটা ধরে রেখেছে তা বলতে পারবো না। কিন্তু ধরে রেখেছে এটা সত্য। 
আজ বেশ কয়েকবার মনে হয়েছে "হোল না ৪৬০০ জয়"। মনে মনে একধরণের উত্তেজনা বোধ করছিলাম... এই বুঝি .. আর একটু.. পারছে না , ভয়ঙ্কর ভাবেই পারছেনা, ইনডেক্স কিছুতেই ৪৬০০ এর বাধা পার করতে পারছে না। ৪৬০০ পার না হলে আপনি পরের গাড়ি ধরবেন কি করে??  কেন পারছে না তার ব্যাখ্যা আমি দিতে পারি। দিলেও কি কোন ক্ষতি বৃদ্ধি হবে । আসলে আমাদের Narcotizing dysfunction হয়েছে। আমাদের কোন কিছুতেই কোন কিছু যায় আসে না। তাই চুপ থাকাই সঙ্গত। ধন্যবাদ

1 comment: