
মার্কেট কি Intensive Care Unit এ আছে ?? মার্কেট এর বড় মাছেরা কি ভাবছে ? ১১ দিনের প্রচেষ্টা , ফলাফল শুন্য , ৪৬০০ লেভেল পার করতে পারছে না। নিউটনের সূত্র বলে কোন কাজই হয় নি। ...... মার্কেট কি আর নিউটনের সূত্রে চলে !! ?? ১১ দিনের প্রচেষ্টা শুন্য হলেও কিছু কাজ হয়েছে। কিছু শেয়ার এর দাম বেড়েছে, কিন্তু প্রশ্ন হোল আপনি কি দাম বৃদ্ধি পাওয়াদের দলে ছিলেন ?
আমরা কেউই কিছু করতে পারবো না। কিন্তু সাবধান তো হতে পারি। যখন বুঝতে পারছিই সামনে চৌরাস্তা__ গাড়ির গতি তো নিজের নিয়ন্ত্রণে আনতে পারি। বারবার পাতানো ফাঁদে পা দিলে যে ক্ষতি হবে তা afford করার ক্ষমতা আপনার আছে কি ?? চুপ করে সাইড লাইনে বসে থাকতে কি আমরা পারিনা ? আমরা কি উত্তেজনাপূর্ন খেলা উপভোগ করতে পারিনা দর্শক হিসাবে ? খেলাতে অংশগ্রহণ করা কি এতই জরুরী ? আমি জানি এই খেলায় আবেগ নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন __ কিন্তু আপনি কি কখনো চেষ্টা করেছেন ?
সামনে ডিভিডেন্ট এর মাস। সামগ্রিক ভাবে ডিভিডেন্ট এর মাস গুলিতে মার্কেট বেশিরভাগ সময়ই অস্থির থাকে অন্যান্য মাসের তুলনায়। অক্টোবর আর মার্চ এই দুইমাস ডিভিডেন্ট মাস। গত বছর এই দুই মাসে ডিভিডেন্ট ডিক্লারেশান কে কেন্দ্র করে মার্কেট বড় ধরণের পতন আমরা দেখেছি। এবার কি তার উল্টা চিত্র দেখবো ? নাকি ... পুনরাবৃত্তি দেখবো? ব্যাংক এর ডিভিডেন্ট আর ইপিএস কি মানুষের মনপুত হবে? বেক্সিমকো গ্রুপ কি তার ধারাবাহিকতা এবারো ধরে রাখবে? নানামুখি হিসাব আছে। এই হিসাবগুলি আপনি আপনার মতো করে , করে নিবেন__ ধন্যবাদ__ আল্লাহ ভরসা
No comments:
Post a Comment