Monday, January 25, 2016

CVOPRL

NORTHERN নিয়ে ২১ জানুয়ারি একটি পোষ্ট দিয়েছিলাম  । দেখিয়েছিলাম... The Incredible Z PATTERN  ....   দিয়ে কিভাবে একেবারে বটম লেভেলে এন্ট্রি দেয়া যায়। কেউ কি ট্রাই করেছিলেন। আজ ছিল প্যাটার্ন অনুযায়ী এক্সিট দিন আমার এক্সজিট ২৭৭ এ । আপনি কোন Strategy ফলো করলে তার নিয়মগুলি আপনাকে মানতেই হবে। যাক; চলে যাক নর্দান জুট, এখন ৫০০ চলে যাক, আমি ইস বলবো না। আমি নিয়ম মেনে এন্ট্রি দিয়েছ, একই সাথে নিয়ম মেনেই বের হয়েছি। যদি নিয়ম না মানেন , যদি নার্ভ ঠিক রাখতে না পারেন তবে নিশ্চিত থাকেন আপনি যে কৌশলই ব্যবহার করেন না কেন আপনার কাছে তা ফালতু মনে হবে। 

আজ একই Strategy ব্যবহার করে CVOPRL এ এন্ট্রি দিয়েছি। একটু ব্যাখ্যা দেই........

মনে আছে এন্ট্রি কেমন হবে যারা কৌশল টি পড়েননি তারা পাশের লিঙ্কে ক্লিক করলে পাবেন... Incredible Z PATTERN এ , সর্বশেষ বুলিস ক্যান্ডেলের হাই হবে এন্ট্রি, ৩১০ ছিল সঠিক এন্ট্রি পয়েন্ট।




.... আমি নিয়ম মেনেছি, আল্লার রহমতে আমি জানি কোথায় লাভ নিতে হবে, আর কোন কারণে প্যাটার্ন ফ্লপ করলে কোথায় সেল দিয়ে বের হয়ে যেতে হবে। আল্লাহ ভরসা

2 comments: