Published
January 24 , 2016
অনেক সময় হয় কি জানেন, মানুষ ডাক্তারের কাছে যায়; অন্য কোন শারীরিক সমস্যা নিয়ে ডাক্তার সাহেব প্রথমে প্রসার মাপেন, মেপে অবাক হোন, আপনি আমাকে ঠিক ভাবে দেখতে পারছেন! বলেনতো আমার হাতে কয়টা আঙ্গুল? রোগী বলেন না তেমন তো কিছু বুঝতে পারছিনা; কি হয়েছে ? এতো প্রেসার নিয়ে আপনি চলাফিরে করছেন কি করে?
টেক্সটাইল সেক্টরের কিছু শেয়ার দেখে(সব না) আমার তেমন মনে হচ্ছে।
আলটেক্স, সিমসি, ঢাকা ডাইং, ম্যাকসন, সাইহাম কটন, টাল্লু, অন্যতম এর পাশাপাশি আরো কিছু শেয়ার আছে যেগুলির প্রেসার হাই না হলেও কাছাকাছি।
Charles Dow
এই ভদ্রলোককে চিনেন কেউ? ইনি টেকনিক্যাল এনালাইসিস এর জনক। আজ আমরা যে এনালাইসিস করি তা আসলে ইনারি চিন্তার ফসল।
যদি আমরা Charles Dow কথা মেনেনিও তাও আমার ভয় হচ্ছে হয়তো টেক্সটাইলের এই প্রাইমারি ট্রেন্ড কে ম্যানুপুলেট করার চেষ্টা করা হবে
Charles Dow বলেন,"কোন একটি শেয়ার এর এর যে primary trend শুরু হয় তা manipulate করা সম্ভব না। অর্থাৎ কোন একটি শেয়ার এ একটি বড় অংকের টাকা বিনিয়োগ বা কোন বড় অংকের টাকা তুলে নিলে যে uptrend বা downtrend শুরু হয় তা চলতেই থাকে। সাময়িক ভাবে সেই trend এর কিছু উঠানামা হতে পারে কিন্তু সামগ্রিক ভাবে সেই trend পরিবর্তন সম্ভব না।
Hamilton বলেন কোন একটি শেয়ার এর primary trend কে অনেক সময় manipulate করার চেষ্টা করা হয় না যে তা না কিন্তু শেষ পর্যন্ত সেটি তার primary trend ই ফিরে আসে। "
এখন প্রশ্ন হোল টেক্সটাইলের এই প্রাইমারি ট্রেন্ডকে কি ম্যানুপুলেট করার চেষ্টাও করা হবে না?? টেকনিক্যাল এনালাইসিস এর জনকের কথা মেনে নিলেও তিনিই বলেছেন প্রাইমারি ট্রেন্ডকে ম্যানুপুলেট করার চেষ্টা করা হয়। আমরা কি সামনে ম্যানুপুলেট করার চেষ্টা দেখতে পাবো? সময়ই বলে দিবে__ আল্লাহ ভরসা
No comments:
Post a Comment