ওস্তাদের মাইর শেষ রাতে। না নিজেকে আমি কখনোই ওস্তাদ ভাবি না, ভুলেও না। আমি ছাত্র , শিখছি, ইনশাআল্লাহ্ শিখেও যাবো। তবে আমার যে ওস্তাদ, সমস্ত এনালিষ্টদের যিনি পথ প্রদর্শক, টেকনিক্যাল এনালাইসিস এর যিনি জনক জনাব DOW, তাঁর কথা কি তবে টেক্সটাইলের ক্ষেত্রে ফলতে চলল। ওস্তাদ বলেন," কোন একটি শেয়ার এর এর যে primary trend শুরু হয় তা নিয়ন্ত্রন (manipulate) করা সম্ভব না। অর্থাৎ কোন একটি শেয়ার এ একটি বড় অংকের টাকা বিনিয়োগ বা কোন বড় অংকের টাকা তুলে নিলে যে uptrend বা downtrend শুরু হয় তা চলতেই থাকে। সাময়িক ভাবে সেই trend এর কিছু উঠানামা হতে পারে কিন্তু সামগ্রিক ভাবে সেই trend পরিবর্তন সম্ভব না।" অর্থাৎ তিনি বলছেন primary trend কে থামানো অনেক সময় কঠিন হলেও চেষ্টা করা হয়। অর্থাৎ কিছু ওঠানামা হয়। টেক্সটাইল সেক্টরকে কি থামানর চেষ্টা করা হচ্ছে না?
গতকালই আমি Market Observations বলেছিলাম টেক্সটাইল সেক্টর অতি উচ্চ চাপে রয়েছে। এই চাপ মুক্ত না হলে এই সেক্টর অসুস্থ হয়ে পড়বে। pressure cooker যেমন মাংশ সুসিদ্ধ করার জন্য steam release করে , তেমনি টেক্সটাইল সেক্টরকেও এই চাপ মুক্ত করতে হবে। কি সেই চাপ? চাপ হোল too far to first। আমি একটা একটা করে টেক্সটাইল কে দেখাতে পারি কি পরিমান চাপ মুক্ত করা উচিৎ। কিছু টেক্সটাইল অবশ্য বাদ যাবে। টেক্সটাইলের এই ডামাডোলে কিছু টেক্সটাইলকে দেখে এতিম মনে হয়.... রহিম টেক্সটাইল , মিথুন নিটিং অন্যতম। কিন্তু নগর পুড়ে ছাই দেবালয় কি আর রক্ষা পায়?
আজকে নর্দান জুট বিক্রি করেছি, CVO কিনেছি, RAK হোল্ড করছি, মুন্নু সিরামিক কেন আজকেই কিনলাম পরে হিসাব মিলাতে পারিনি, অসুবিধা নাই বেচতে আমার জুড়ি মেলা ভার, OAL কিনেছি..... আল্লাহ ভরসা
গতকালই আমি Market Observations বলেছিলাম টেক্সটাইল সেক্টর অতি উচ্চ চাপে রয়েছে। এই চাপ মুক্ত না হলে এই সেক্টর অসুস্থ হয়ে পড়বে। pressure cooker যেমন মাংশ সুসিদ্ধ করার জন্য steam release করে , তেমনি টেক্সটাইল সেক্টরকেও এই চাপ মুক্ত করতে হবে। কি সেই চাপ? চাপ হোল too far to first। আমি একটা একটা করে টেক্সটাইল কে দেখাতে পারি কি পরিমান চাপ মুক্ত করা উচিৎ। কিছু টেক্সটাইল অবশ্য বাদ যাবে। টেক্সটাইলের এই ডামাডোলে কিছু টেক্সটাইলকে দেখে এতিম মনে হয়.... রহিম টেক্সটাইল , মিথুন নিটিং অন্যতম। কিন্তু নগর পুড়ে ছাই দেবালয় কি আর রক্ষা পায়?
আজকে নর্দান জুট বিক্রি করেছি, CVO কিনেছি, RAK হোল্ড করছি, মুন্নু সিরামিক কেন আজকেই কিনলাম পরে হিসাব মিলাতে পারিনি, অসুবিধা নাই বেচতে আমার জুড়ি মেলা ভার, OAL কিনেছি..... আল্লাহ ভরসা

Please Upload TA Of Pharmaid & SPCL for Taking decision about those Share
ReplyDelete