Monday, February 4, 2019

BARKAPOWER



ট্রেডিং এ গ্যারান্টি দেয়া খুব কঠিন কাজগুলির একটা।বিশেষ করে টেকনিক্যাল এনালাইসিস করে এই কাজ করা কঠন তো বটেই। টেকনিক্যাল এনালাইসিস চলে সবসময়ই নির্দিষ্ট কিছু লজিকে, সুত্রে। আর প্রতিটি লজকই ইনভ্যালিড বা অকার্যকর হওয়ার সতর্কতা নির্দিষ্ট লজিক বা সুত্রেই থাকে।

আসুন উদাহরণ দিয়ে বুঝি____ বারকা পাওয়ার। কয়েকটি লজিক দিবো ইনশাআল্লাহ্‌ 

১ চমতাকার ফ্ল্যাগ প্যাটার্ন হয়ে আছে
২ আগের সুইং হাই এবং একই সাথে সর্বশেষ বুলিশ ওয়েব এর ৫০ % ফিব 
    রিট্রেস্মেন্ট এ চমৎকার হ্যামার
৩ ফ্ল্যাগ ব্রেক আউট
৪ রিট্রেস 
৫ রানিং বুলিশ ক্যান্ডেল

আর কি চাই __ হ্যা আর একটা জিনিষ চাই। তা হল এতো প্রস্তুতি নেয়ার পরেও যুদ্ধে জিতবো এমন কোন গ্যারান্টি নাই। কারণ সরাসরি যুদ্ধ পরিচালনা করার মত পর্যাপ্ত রসদ আমাদের নাই। আমরা অন্যের যুদ্ধ জয়ের সুফল কিছুটা চুরি করে নিবো। সেমন শেয়াল বাঘের শিকার থেকে খাবার চুরি করে। চুরি করার বিপদ অনেক তাই পালানোর পথ একটা খুলে না রেখে আগালে , চুরি করতে গিয়ে নিজেই শিকার হয়ে যাবেন____ চিত্রে ২ ং ক্যান্ডেলের লোয়ার স্যাদোর শেষ বিন্দু হল আমাদের সেই পালানোর দরজা। স্টপ লস। 

তাই সাথিরা যাদের সাহস আছে তারা বাঘের পিছু নেন। বিপদ দেখলে কি করতে হবে তা বলে দিয়েছি সাথে কতটুকু খাবার নিবেন তাও বলে দিয়েছি ___ আল্লাহ ভরসা

Saturday, February 2, 2019

FASFIN



ভূল হল কি???? ইনস্যুরেন্সগুলি ছেড়ে ফাস ফিনান্সে ঢুকেছিলাম। একজন এনালিষ্ট হিসাবে ১৫.৫ লেভেলে এন্ট্রি দেয়া ক্ষমার অযোগ্য ছিল। সামগ্রিক চিত্র দেখলে সুষ্পট Three Drive প্যাটার্ন হয়ে আছে , আমি দেখেও উপেক্ষা করলাম। আচ্ছা ঠিক আছে ভুল হতেই পারে কিন্তু ম্যাচুউর শেয়ার কেনো 2B লেগের ১.৬১ ফিব এক্টেনশানে পিনবার দেখে সতর্ক হলাম না। কেনো বিক্রি করলাম না??!!! আচ্ছা ঠিক আছে মানলাম মার্কেট হাইপার মুডে ছিল কিন্তু কেনো ডবল টপ ফেলুউর দেখে ১৫ টাকায় স্টপ লস না নিয়ে ১৪.৬০ পর্যন্ত অপেক্ষা করলাম।

আসলে চার্টের চিনহিত লাল 1 ক্যান্ডেল ছিল প্রথম বিপদ সংকেত, ব্যাপক ভলিউম নিয়ে কেনো উপরে এতো বড় স্যাডো , 2 নাম্বার ক্যান্ডেল ভরসা দিলেও ১.৬১ ফিব এক্টেনশানে পিন আর ছিল চরম বিপদ সংকেত আর মহা বিপদ সংকেত ছিল ডবল টপের নেক লাইন ব্রেক আর চ্যানেল লাইন ব্রেক। এই পর্যায়ে এসে নেক লাইন বরাবর একটা রিটেষ্ট হয়া উচিত , হয়ত কিছু দাম বাড়বে অন্তত টেকনিক্যালি। কিন্তু শেষ পর্যন্ত ১২.৫০ এর আশেপাশে ডাম চলে আসার সম্ভাবনা প্রবল।

টেকনিক্যালি স্টপ লস দেয়া উচিত ছিল ১৫ লেভেলে আমি দিলাম ১৪.৬ লেভেলে । ১৫ লেভেলে স্টপ লস ট্রিগার করতে না পারা এনালিষ্ট হিসাবে আমার ব্যার্থতা।

প্রথমেই বলেছিলাম ভুল হল কি?? হ্যা মানবীয় আবেগ নিয়ন্ত্রন না করতে পারা ছিল বড় ভুল। কিন্তু কি করবো বলুন ম্যাশিন তো না , হাজার হলেও মানুষ তো। আল্লাহ ভরসা

Saturday, November 10, 2018

BDFINANCE


গত নভেম্বর ৫ তারিখে একটা আইডিয়া শেয়ার করে বলেছিলাম ইনডেক্স যদি ৫২০০ থেকেও ঘুরে দাঁড়ায় তবে সেটা খুবই লজিকাল হবে। এর নীচে নামলে দীর্ঘ মেয়াদী মন্দার পূর্বাভাস হবে। এখন পর্যন্ত আল্লহর রহমতে নামেনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।

ইনডেক্স ভালো হলে , বড় পেইড আপের শেয়ার গুলি ভালো হতে হবে । এক্ষেত্রে আমি আর্থিক খাতের একটা শেয়ার নিয়ে এনালাইসিস দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেয়ারটি আর্থিক খাতের বর্তমানে একটা লিডিং শেয়ার।

বিডি ফিনান্স___ শেয়ারটি মুভমেন্ট আমরা কিছুদিন আগে দেখেছি। ভালো ভলিউম আর মমেন্টাম নিয়ে এগিয়েছিল। বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে তাকে বলে খাদের কিনারা। এখান থেকে এক কদম নিচের দিকে এগুলে বড় বিপদ। সম্ভাব্য গন্তব্য দেখানোর চেষ্টা করেছি। পক্ষান্তরে যদি নীচের দিকে নামতে অস্বীকার করে উপরের দিকে যাওয়া শুরু করে তবে টেকনিক্যালি হারমোনিক থ্রি ড্রাইভ প্যাটার্ন করে প্রায় ৩৫% লাভের একটা যৌক্তিক সম্ভাবনা আছে।

এখানেই আসে ইনডেক্স এর প্রশ্ন___ দীর্ঘ মেয়াদী মন্দার মধ্যে পড়ে যায় তবে এই ধরনের শেয়ার গুলিকে উপরে যাওয়ার পরিবর্তে হয়তো নীচের দিকেই আমরা যেতে দেখবো। 

আল্লাহ ভরসা

Sunday, November 4, 2018

Market Observations



ইনডেক্স নিয়ে বেশ চিন্তায় আছি।  হয়তো  আমার সাথে অনেকেই আছেন। প্রায় এক বছরের অধিক সময় ইনডেক্সের সুনির্দিষ্ট দীর্ঘস্থায়ী কোন আপ ট্রেন্ড নাই। কিন্তু আমরা যদি সাপ্তাহিক চার্টে তাকাই তবে সুনির্দিষ্ট ডাউন ট্রেন্ড ও এখনো নিশ্চিত করেনি। লোয়ার লো এবং লোয়ার হাই নাই। বরং সাপ্তাহিক চার্টে ২০১৩ এর পর থেকে হাইয়ার হাই এবং হাইয়ার লো তইরি করে এখনো আপ ট্রেন্ড ধরে রেখেছে। সে হিসাবে ইনডেক্স এখনো আপ ট্রেন্ডে আছে। 

ইন্ডেক্সকে বর্তমান লেভেল থেকে একটুও নীচে না নামাতে আপ্রাণ চেষ্টা করছিলাম। তবে সেটা যুক্তির মধ্যে থাকেই। আমি যে কোন এনালাইসিস করার ক্ষেত্রে কমপক্ষে তিনটি শক্ত  যুক্তি উপস্থাপনের চেষ্টা করি। এখানেও তাই করলাম।

এনালাইসিস টি করার সময় মনে প্রানে চাচ্ছিলাম এর নিচে যেনো ইনডেক্স না নামে , নামলে এর তলা খুজে পাওয়া মুস্কিল হবে। চার্টে ৫২৩৯ এর নিচে বিপদজঙ্ক এলাকা দেখানো হয়েছে। আচ্ছে আমি আরো ৩৯ বাদ দিলাম । ৫২০০ এর নিচে যেনো আর না নামে। আল্লাহ ভরসা

Monday, October 15, 2018

STYLECRAFT




 অনেক সময় একটা ভাল নিউজ এর পরেও কোন একটা শেয়ার এর দাম ক্রমাগত  কমতে পারে । শেয়ারটি নিউজ এর সাথে negatively react করে।   The reasoning is simple: the stock looks ahead. By the time the news hits the street, it is already reflected in the price.

 STYLECRAFT  এ কি তাই হোল না_____ ২০১৮ এর শুরুতেই দাম ছিল ১৩০০ টাকা। ১৩০০ টাকার এক্তা শেয়ার  ৫০০০ টাকা হয়েছে ৪১০% স্টক আর ফান্দামেন্টাল গ্রোথের কারণেই।  it is already reflected in the price. 

এই একই ঘটনা সামনে কিছু শেয়ার এ হতে যাচ্ছে। 

যাই হোক  STYLECRAFT  আশা করা যায় রেকর্ড ডেটের আগে ৩০০০ এর নীচে নামবে না___ বাকীটা আল্লাহর ইচ্ছা ___ আল্লাহ ভরসা