একান্তই সম্ভাবনা। ব্যাংকের মতো বড় পেইড আপের শেয়ার নিয়ে এনালাইসিস দিতে ইদানিং ভয় লাগে। আমাদের মনের মধ্যেই ঢুকে গিয়েছে লো পেইড আপ। অনেকদূরের টার্গেট দিতে সাহস পেলাম না। যদি প্রাথমিক ভাবে ১৩০ যেতে পারে তবে অনেক দূর যাবে। তবে আপাতত ১১২ পার না করতে পারলে এই এনালাইসিস কাজ করবে না।
একই শেয়ার এর দুইটা এনালাইসিস দেয়া আছে , একই চার্টে। বৃহত্তর পরিসরে হেড ও সোল্ডার দেখেছি। আবার রাইট সোল্ডারে অন্য পরিসরে ছোট করে একটা এনালাইসিস দেখানোর চেষ্টা করেছি। আসলে আলাদা ভাবে সাপ্তাহিক ও দৈনিক চার্ট নিয়ে কাজ হলে ভালো বুঝানো যেতো হয়তো। অলসতার কারণে দুটি চার্ট দিতে ইচ্ছা করলো না।
No comments:
Post a Comment