Asaduzzaman Chowdhury ভাই গতরাতে আপনি জিজ্ঞাসা করেছিলেন BSRMLTD এর যে ট্রাই এঙ্গেল আমি দেখেছি , তাতে ব্রেকাউটের আমার পছন্দের দিক কোনটি??__ ভাই আমি এভাবে কখনোই সরাসরি বলতে চাই না__ তবে আমি আমার পছন্দের দিক বা যেটি হবার সম্ভাবনা আমার কাছে অধিক বলে মনে হয় তার কিছু ঈঙ্গিত আমি দেয়ার চেষ্টা করি... যেমন ধরেণ গতকালের এনালাইসিস এ আমি শুধু নীচের দিকে রেড এর্যো দেখেছি যদিও উপরের দিকে একটা সবুজ এর্যো দেখানো উচিৎ ছিল ; আবার শুধু নীচের দিকে নামার কথাই ফেবুতে শেয়ার করেছি যদিও ব্লগে উভয় দিকে ব্রেক আউট হবার কথা বলে আছে।
এবার আসেন দেখি আমরা এনালাইসিসটি অন্যভাবে করার চেষ্টা করি__ গিলমোর সাহেবের একটা থিওরি দিয়ে__ বাটার ফ্লাই হারমোনিক প্যাটার্ন____ বাটার ফ্লাই এর দুটি প্যাটার্ন আছে একটা নিখুঁত আর একটা ট্রেডেবল; দেখেন এই শেয়ার একেবারে নিখুঁত বাটার ফ্লাই হয়েছে। যদিও আমি হারমোনিক প্যাটার্ন ব্যবহার করার ব্যাপারে খুবই সাবধানী__ তার পরেও অল্টারনেটিভ হিসাবে আপনাকে করে দেখালাম। ট্রাই এঙ্গেলে আপার ফলিং ট্রেন্ড লাইনে এসে ফিব এক্সটেনশান ১২৭.২ শেষ হচ্ছে। খুব স্বাভাবিক ভাবেই এখান থেকে কারেকশান হবার কথা।
তার পরেও কথা থেকে যায়। শেয়ার টি আমার নেই। আর যদি আপনার বিনিযোগ থেকে থাকে এই শেয়ার এ, তবে আপনি টাকা লগ্নি করেছেন। লাভ বা লস আপনারই হবে , আমার না। অনেক সময় খুব প্রত্যাশিত ভাবে কারেশান হবার কথা থাকলেও অনেক ক্ষেত্রেও হয় না আবার টেকনিক্যালি ৯৯.৯৯% বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকলেও মহা ধরা খেতে হয়। আমি শুধু সম্ভাবনার কথা বললাম কিছু যুক্তি দিয়ে। হতেও পারে না হতেও পারে। আপনি বরং সেকেন্ড অপিনিয়ন নিতে পারেন। আর আমি সব সময়ই বলি আবারো বলছি "All my ideas are just my personal view. Trade Your own view".
আল্লাহ ভরসা
No comments:
Post a Comment