Thursday, July 21, 2016

ISLAMIBANK


বর্তমানে ব্যাংক সেক্টারের আলোচিত শেয়ার ISLAMIBANK . মাত্র ৫০ কর্মদিবসে ( ৮১ দিন) ৮২.৭% বৃদ্ধি যা কিনা ১৫.৭০ টাকা। ২১ টাকা থেকে ৩৪.৭ টাকা। টেকনিক্যালি প্রায় ৭০ ডিগ্রি কোনে!!!!! 

অনেক কোম্পানি যা করে দেখাতে পারেনি , তুলনামূলক বড় পেইড আপের ব্যাংক সেক্টরের একটি শেয়ার তা করে দেখালো। কেউ কেউ বলছেন , সরকার ধীরে ধীরে ব্যাংকটির শেয়ার কিনে নিচ্ছে , মূল্যবৃদ্ধির এটি একটা কারণ। হতে পারে ; তবে কারণ যাই হোক এখন প্রশ্ন হোল এটা কী আরও বাড়বে না কি থেমে যাবে ? এমন একটা আনপ্রেডিক্টেবল শেয়ার নিয়ে কিছু বলা বিপদের। হতে পারে কোন কিছুই না মেনে আরো বহুদূর চলে গেলো। আবার হতে পারে টেকনিক্যালি যে বাফারিং এর জায়গায় শেয়ারটি আছে তা মানবে  এবং আরো উপরের যাবার জন্যই হোক বা যাত্রা শেষ হবার কারণে The End হয়ে দীর্ঘমেয়াদি নিম্ন গতির কারনেই হোক  কারেকশানের কবলে পড়বে।

যদি শেয়ারটি টেকনিক্যাল এই জনশংকে উপেক্ষা করে আরো উপরে যায়ই তবে আমার এই এনালাইসিস ইনভ্যালিড বলে বিবেচিত হবে। আর যদি আমার নির্দেশিত বাফারিং জোনে আটকা পড়ে তা হলে কি হবে তা ব্যাখ্যা করার চেষ্টা করি____

প্রথমত শেয়ারটি একটি মিড টার্ম চ্যানেলের আপার চ্যানেল লাইন দ্বারা সিল্ড মনে হচ্ছে যা ৩৪.৫০ থেকে ৩৫ লেভেলের মধ্যে। 

দ্বিতীয়ত ফিবোনাক্কি প্রজেকশান হিসাবে CD এর AB প্রজেকশান  ১০০% হয় ৩৪.৪৯ লেভেলে । যা কিনা চার্টে একটি গুরুত্তপূর্ন টার্নিং পয়েন্ট হিসাবে বিবেচনা করা হয়। 

তৃতীয়ত সর্বশেষ বিয়ারিস ওয়েভের ১৬১.৮% ফিব এক্সটেনশান হয় ৩৫.৯১ লেভেলে যা ফিব প্রজেকশান ১০০% এর খুব কাছাকাছি। 

চতুর্থত ABCD হারমোনিক প্যাটার্ণ পূর্ন হচ্ছে ৩৪ / ৩৫ লেভেলে 

পঞ্চমত প্রায় প্রতিটি ইনডিকেটরই ওভার ওভার বট দেখাচ্ছে

এ রকম একটা পরিস্থিতিতে শেয়ার টি কারেকশানে যাওয়া যুক্তিযুত অন্তত টেকনিক্যালি। এমন হতে পারে শেয়ার টি হালকা থেকে মাঝারি কারেকশান হয়ে আবার উর্ধ্মূখি হোল সে ক্ষেত্রে টেকনিক্যালি Three Drive Pattern হবার সম্ভাবনা আছে। আবার এমন হতে পারে সত্যিকারেই এর উর্ধ্মূখি যাত্রা শেষ গভীর কারেকশানে যাচ্ছে সেক্ষত্রে 5-0 pattern হবের সম্ভাবনা থাকবে__ আল্লাহ ভরসা

No comments:

Post a Comment