এক ফেবু ফ্রেন্ড অনুরোধ করেছিলেন বেশ কয়েকবার। সাথে এও বলেছিলেন ইনবক্স এ দিতে। একটা এনালাইসিস করার পরে শুধু একজনকে দিতে ইচ্ছা করেনা। সবার সাথেই শেয়ার করতে ইচ্ছা করে। তবে আমার ফেবু ফ্রেন্ডের নাম উল্লেখ করলাম না।
প্রথমত এই শেয়ার নিয়ে আমার সাম্প্রতিক একটা আইডিয়া ছিল। যেটি এখনো কার্যকর আছে। এই আইডিয়া আগের টারই ব্যাখ্যা বলতে পারেন
শেয়ারটি তার মিড টার্ম রাইজিং লাইন ব্রেক করেছে। এটা একটা খারাপ দিক।
তবে ভালো দিকও কিছু আছেঃ
হতে পারে ইনভার্ট হেড ও সোল্ডার তৈরি হচ্ছে। যদিও ২৫.৩০ নেক লাইন ব্রেক না করা পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলার উপাই নাই। অনেক সময় হেড ও সোল্ডার তৈরি হচ্ছে মনে হলেও শেষ পর্যন্ত নেক লাইন ব্রেক করার আগেই তা ভেঙ্গে যায়। তবে বর্তমান অবস্থায় আমরা আশা করতে পারি...... হতেও পারে।
শেয়ারটি তার মিড টার্ম রাইজিং লাইন ভেঙ্গে যে কারেকশানে বর্তমানে আছে তাতে অর্থাৎ কারকেশান হয়েছে বুলিস ৫-০ প্যাটার্নে। এমন ক্ষেত্রে D পয়েন্ট থেকে ১২৭% ফিব এক্সটেনশান ক্ষেত্র বিশেষে ১৬১% পর্যন্ত একটা আপ মুভ অনেক সময়ই দেখা যায়। যদিও এই D পয়েন্ট ফিব ৫০ % থেকে ৮৮.৬% পর্যন্ত হতে পারে কিন্তু এখানে ২২ লেভেলে খুবই দীর্ঘ মেয়াদী সাপোর্ট / রেজিস্টেন্স লেভেল আছে। আশা করি ২২ লেভেল ভাঙ্গবে না। বর্তমানে D ফিব ৫০% লেভেলে ২২.১০ এ আছে।
যাদের কাছে শেয়ার টি আছে তাদের লক্ষ রাখা উচিৎ যেনো শেয়ার টি ২২ লেভেল না ভেঙ্গে ফেলে। আল্লাহ ভরসা
No comments:
Post a Comment