Friday, April 1, 2016

SONALIANSH


ফাঁদ __ কতো রকমের ফাঁদই না আছে। এতো চমৎকার মোড়কে মোড়া থাকে, আমরা বেশিরবভাই মানুষই তা বুঝতে পারি না। এমনই একটা ফাঁদ আমরা দেখালম... 'নর্দানজুট' ...আর ... 'সোনালী আঁশে'। যেদিন সোনালী আঁশ নিয়ে এনালাইসিস দিয়েছিলাম , সেদিন কি কারণে যেন হাউজে গিয়েছিলাম। গিয়ে দেখি আমার পরিচিত কিছু মানুষ শেয়ারটি নিয়ে খুব উত্তেজিত। মার্কেট খারাপ, জাঙ্কের দৌরাত্ত্ব, সোনালী আঁশ তাই অনেক দূর যাবে।

আমরা ভুল করি। বারবার একই ভুল করি। নীল মানেই কি সব সময় আকাশ বুঝায়। উত্তর অবশ্যই না।  নীল অনেক সময় কষ্টের অনুভূতি বোঝাতে ব্যবহার হয়। "বেদনার রঙ নীল" বা ইংরেজি প্রবচন "feeling blue" এর উদাহরণ। বেদনার সঙ্গে নীলের সম্পর্কের পিছনে কারণ বোধহয় এই যে প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি অনুসারে দেবরাজ জিউস বেদনার্ত হয়ে কাঁদলে বৃষ্টি হতো। বেদনার সঙ্গে নীলের সম্পর্কের আরো একটি কারণ গভীর সমুদ্রে চলাচলকারী জাহাজগুলোর একটি রীতি। এই রীতি অনুসারে যদি যাত্রাকালে কোন জাহাজের ক্যাপ্টেন বা কর্মকর্তা মারা যান তবে নিজ বন্দরে ফেরার সময়ে জাহাজে একটি নীল পতাকা উড়ানো হত এবং জাহাজের হালের আগাগোড়া জুড়ে নীল একটি ফিতা বা পট্টি আঁকা হত।

সোনালী আঁশ কি মানুষকে নীল আকাশ দেখাবে ? নাকি জাহাজে একটি নীল পতাকা উড়িয়ে দিবে? আমি মনে করি পতাকা উড়বে সোনালী বাঁশের পোলে। বাকিটা আল্লার ইচ্ছা


নর্দান জুট, এম বি ফার্মা , এমন আরো কিছু শেয়ার সম্ভবত তার হোল্ডারদের নীল রং নতুন করে চেনাবে। আল্লাহ ভরসা

1 comment: