Sunday, April 3, 2016

BEXIMCO

BEXIMCO কি রান করলো ?? করলে ভালো। কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আমার , এই ধাপে কি ৩০ পার করতে পারবে ?? ক্রমাগত হাইয়ার লো  এবং লোয়ার লো করে যাচ্ছে , যা সুস্পষ্ট ডাউন ট্রেন্ড এর ঈঙ্গিত। যদি এই চক্র থেকে শেয়ারটি বের হতে না পারে তবে সম্ভাব্য গমন পথ চার্ট এ দেখানোর চেষ্টা করেছি। তবে যদি এই চক্র ভাঙ্গতে পারে তবে আমার আশংকা অমূলক বলে গন্য হবে।



র পাশাপাশি আমার মনে হয়েছে H&S প্যাটার্ন হয়ে আছে। কিছুটা উদ্ভট। ঠিক টেক্সবুক টাইপের না। যদি ধরতে ভুল না করি আর আমার অনুমান সঠিক হয় সেক্ষেত্রেও টার্গেট ২৫.১০ এর কাছাকাছি। তবে আমার এই অনুমান ভুল প্রমাণিত হবে যদি শেয়ারটি ২৯ লেভেলের উপরে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে যায়। 



বিগত কয়েক বছরের অভিজ্ঞতা বলে শেয়ারটি ডিভিডেন্ট ঘোষণার পরে মুভ করে। হয়তো এবার সবকিছু ভুল প্রমাণিত করে এখান থেকেই রান শুরু করবে , না কি করবে না তার উত্তর আল্লাহই ভালো দিতে পারবেন__ আল্লাহ ভরসা । 

1 comment: