যারা একদম বটমে শেয়ার কিনতে পছন্দ করেন , তাদের জন্য নিঃসন্দেহে একটি লোভনীয় শেয়ার। তবে শুনছি ফান্ডামেন্টালি দুর্বল হয়ে গিয়েছে। আমি ফান্দামেন্টাল তেমন ভালো বুঝিনা। টেকনিক্যাল বুঝি, তবে টেকনিক্যালি কয়েকটি প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত , শেয়ারটিকে ভালোও বলতে পারছিনা।
প্রশ্ন ১.... শেয়ারটি বটমে আছে এবং দেখে মনে হচ্ছে সুস্পষ্ট ভাবে কালেকশান হয়েছে। তবে খুবই গুরুত্তপুর্ন ৮ টাকা লেভেলে শেয়ারটি এমন আচরণ করছে কেন?
তাহলে দেখা যাচ্ছে ৮ টাকা লেভেল এ বেশ শক্ত বাধা আছে । সুতরাং পরপর ডজি হবার কারণ কি শুধুই এই শক্ত বাধকে সম্মান করা?? যদি এই resistance পার করতে পারে তবে অনাগত সময়ে এটা একটা শক্ত support হবে। আর আমরা জানি শক্ত ভিতের উপরেই শক্ত ইমারত নির্মান সম্ভব। ৮.১০ এর আগে এন্ট্রি না দেয়াই ভালো আল্লাহ ভরসা

No comments:
Post a Comment