Friday, January 15, 2016

Spinning Top

প্রকাশকাল
জানুয়ারি  ১১ , ২০১৬


লাটিম খেলেছেন কেউ?? ছোট বেলায়।আমি তেমন ভালো পারতাম না।একটা গোল বৃত্ত একে তার মধ্যে লাটিম ছুড়ে মারতে হতো; যার লাটিম থামার পরে বৃত্তের মধ্যে থেকে যেত ,সে হতো লুজার।লাটিম থামার আগের মুহুর্ত কেউ খেয়াল করেছেন.....দোল দেয়, মোমেন্টাম হারায়- তার পরে ছিটকে একদিকে চলে যায়। যদি বৃত্তের মধ্যে থাকে তবে আপনি লুজার ; আর যদি বৃত্তের বাইরে যায় আপনি জয়ী হলেন। যে লুজার হয় তার লাটিম বৃত্তের মধ্যে রাখতে হয়, আর জয়ী যারা হয়েছে তারা তাদের ঘুরন্ত, তীক্ষ্ণ লাটিমের আল দিয়ে বৃত্তের মধ্যে থাকা লাটিম কে আঘাত করে। বৃত্তের মধ্যে থাকা লাটিম ক্ষতবিক্ষত হয়ে যায়। তবে বৃত্তের মধ্যে থাকা লাটিমকে আঘাত করে আপনাকে অতি অবশ্যই বৃত্তের মধ্যে থেকে বের হয়ে আসতে হবে ; তা না হলে আপনি লুজার হবেন আর অন্যরা আপনাকে আঘাত করা শুরু করবে। শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে জয়ী হবে.....আল্লাহ ভরসা


No comments:

Post a Comment