Published
January 10, 2016
January 10, 2016
সেদিন হাউজে বসে আছি...৩৫ / ৩৬ লেভেলের একটি শেয়ার একজন কিনছেন।পাশ থেকে একজন বললেন "কত যাবে ভাই?"ক্রেতা উত্তর দেন, " কত আর দুই-আড়াইশো তো যাবেই।" ক্রেতা আমার বন্ধু ; আমি জোরেই বলি এটা কি হলো?? ৩৫/৩৬ লেভেলের একটা শেয়ার দুই- আড়াইশো!!! একলাফে গাছের মাথায় , তাও আবার তাল গাছ!! আমার বন্ধু উত্তর দেন," হ্যা এমারেল যদি চার গুন হতে পারে , কাশেম যদি পারে তবে আমার টা কি দোষ করলো। বলবোই যখন বেশী করেই বলবো । মারি তো গন্ডার লুটি তো ভাণ্ডার.....হরিণ মেরে আর কাজ নাই হে , একবারে গন্ডার মারবো এইবার "। আমি বলি , "তাই বলে হরিণ থেকে একলাফে গণ্ডারে!!!"
.
কিছু শেয়ার এর ক্রমাগত বৃদ্ধি, মানুষকে ক্রমেই সাহসী করে তুলছে ;অতিরিক্ত আত্তবিশ্বাসি করে তুলছে ;over confident.... এই অতি সাহস...অতি বিশ্বাস ...কিছু মানুষকে আবার বিপদে ফেলবে। ... আল্লাহ ভরসা
No comments:
Post a Comment