Published
January 17, 2016
Published
January 17, 2016
এম আই সিমেন্ট এর ট্রেড আমার শুরু থেকেই ভালো লাগছিলো। অন্তত তিনটি শক্ত লজিক খুজে না পেলে আমি T2 আইটেমে এন্ট্রি দেই না। লজিক তিনটি তুলে ধরি...... প্রথমত সর্বশেষ মূল বুলিস লেগের ৬১.৮ রিট্রেসে এর কাছাকাছি দাম ছিল। ... দ্বিতীয়ত.... ৮৩ লেভেলের শক্ত সাপোর্ট ভেঙ্গে গিয়েছিল এই লেভেল অন্তত টেকনিক্যালি একবার রিটেষ্ট হবে। তৃতীয়ত.... ৭৮ লেভেলে শেয়ারটিিয়ত....দীর্ঘমেয়াদি সাপোর্ট জোনে আছে। এর পাশাপাশি আরো অন্তত দুইটি টেকনিক্যাল কারণ। ছিল তাই আমার লজিক ছিল আমি যদি ৭৭ /৭৮ লেভেলে কিনতে পারি তবে দুইদিন পরে ইনশাআল্লাহ ৮৩ করে বিক্রি করতে পারবো। লাভ আল্লাহ দিলে ৫ টাকা। ধরেন কেউ যদি ১০০ টাকার শেয়ার কেনেন দুইদিনে ৮ টাকা । মনে হচ্ছে কম কিন্তু আসলে অনেক। মনে রাখবেন--- ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আল্লাহ ভরসা
Excellent work and will surely help me understand Technical Analysis
ReplyDelete