Published
January 17, 2016
Published
January 17, 2016
মঙ্গলবারের ট্রেড দেখেই ধারণা পাকা হয়েছিল মার্কেট পড়ে যাবে। পোষ্ট দেই ফেবুতে । অনেকেই চেপে ধরলেন, অনেকে তো রীতিমত পারলে মারে। ভাগ্যিস হাতের কাছে পায়নি। চিন্তা করেন পাবলিক সেন্টিমেন্ট কোথায় নিয়ে গিয়েছিল ! ইনডেক্সের তীর সবকিছু ফেরেফুড়ে রেজিস্টেন্সের মধ্যাকর্ষন কে উপেক্ষা করে একবারে মহাশূন্যে চলে যাবে ! আরে ভাই রকেটকে মহাশূন্যে যেতে হলেও একটি নির্দিষ্ট গতিতে পরপর নিজের দেহে আটকানো ফুয়েল ট্যাঙ্কগুলি খুলে হালকা হয়েই মধ্যাকর্ষন বাধা পার হয়ে মহাশূন্যে যেতে হয়।
যা হবার তাই হয়েছে গেম মেকাররা পাবলিক সেন্টিমেন্ট তৈরি করেছে এবং তাকে কাজে লাগিয়ে বুধ আর বৃহস্পতিবার নিজেদের হালকা করেছে। বিশেষ করে বৃহস্পতিবার যা হোল তাতে নিশ্চিন্তে বলা যায় , আমরা সাধারন পাবলিক কখনোই অতীত থেকে শিক্ষা নিবো না। ১৯৯৬ , ২০১০ বারবারই আমাদের এই মার্কেটে ফিরে আসবে। বুধবারে টেকনিক্যালি অসম্ভব মূল্যবৃদ্ধিকে কাজে লাগানো হোল ; পাবলিক তার পকেটের শেষ পয়সা দিয়েও শেয়ার কিনে ফেল্লো , প্রথম দুই ঘন্টাতেই। আর গেম মেকাররা নিজেদের হালকা করে মুস্কি মুস্কি হাসছিলেন । প্রথম দুই ঘণ্টা পরে যখন পাবলিকের টাকা শেষ , কেনার যখন আর কেউ নাই। তখন মার্কেট পড়া শুরু করলো। এই সময় আইসিবি যদি ব্যাংক দিয়ে সাপোর্ট না দিতো তবে মার্কেট আর অনেক পড়ে যেতো। আজকেও যদি জিপি , স্কোয়ার, এবং খুব গোপনে ব্যাংক দিয়ে শেষ বেলায় সাপোর্ট না দিতো তবে মার্কেট আরো পড়তো। রকেটের যেমন নির্দিষ্ট গতি দরকার হয় মধ্যাকর্ষন বাধা পার হতে তেমনি রেজিস্টেন্সের এই মধ্যাকর্ষন পার করার জন্য ইনডেক্সেরও গতি দরকার যা এখনো টেকনিক্যালি দেখা যায়নি।
যেমনটি বলেছিলাম গত ১২ জানুয়ারি মার্কেট পড়বে আজকেও বলছি মার্কেট কারেকশানে যাবে। দীর্ঘমেয়াদি ভালোর জন্যাই এই কারেকশান দরকার । কতটুকু হবে তা আমার এনালাইসিসে পাবেন। ডিপ কারেকশান হবে না হালকা হবে তা সময় না গেলে সঠিকভাবে বলা যাবে না। ভবিতব্যের একমাত্র মালিক আল্লাহ। যতটুকু আমার জ্ঞান ৪৬৫৫ ভেঙ্গে গেলে পরবর্তি গন্তব্য ৪৫৮৮। তার পরের হিসাব এতো আগে না করি।
ব্যবসা কিন্তু সব মার্কেটেই হয়। ভালো বা খারাপ যাই হোক না কেন। মার্কেট খারাপ , পড়ে যেতে পারে , এই ঝুকি নিয়েই তিনটি আইটেম সিলেক্ট করে মার্কেটে যাই। এম আই সিমেন্ট, এরামিট লিমিটেড, আর আমান ফিড। এরামিট এর ওপেনিং প্রাইস দেখেই এক কথায় বাদ দিয়ে দিলাম, টেকনিক্যালি এই জায়গায় ওপেন হবার কথা ছিল না। আমানে ডেটা কম থাকায় এনালাইসিস করা কিছু কঠিন ছিল কিন্তু ট্রেড দেখে মনে হয়েছিল ৫৪ পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ কিন্তু যে ধরণের কনফারমেশান চাচ্ছিলাম তা দিলো না। কনফারমেসান না দিলে এন্ট্রি দিবো না ।
এম আই সিমেন্ট এর ট্রেড আমার শুরু থেকেই ভালো লাগছিলো। অন্তত তিনটি শক্ত লজিক খুজে না পেলে আমি T2 আইটেমে এন্ট্রি দেই না। লজিক তিনটি তুলে ধরি...... প্রথমত সর্বশেষ মূল বুলিস লেগের ৬১.৮ রিট্রেসে এর কাছাকাছি দাম ছিল। ... দ্বিতীয়ত.... ৮৩ লেভেলের শক্ত সাপোর্ট ভেঙ্গে গিয়েছিল এই লেভেল অন্তত টেকনিক্যালি একবার রিটেষ্ট হবে। তৃতীয়ত.... ৭৮ লেভেলে শেয়ারটিিয়ত....দীর্ঘমেয়াদি সাপোর্ট জোনে আছে। এর পাশাপাশি আরো অন্তত দুইটি টেকনিক্যাল কারণ। ছিল তাই আমার লজিক ছিল আমি যদি ৭৭ /৭৮ লেভেলে কিনতে পারি তবে দুইদিন পরে ইনশাআল্লাহ ৮৩ করে বিক্রি করতে পারবো। লাভ আল্লাহ দিলে ৫ টাকা। ধরেন কেউ যদি ১০০ টাকার শেয়ার কেনেন দুইদিনে ৮ টাকা । মনে হচ্ছে কম কিন্তু আসলে অনেক। মনে রাখবেন--- ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আল্লাহ ভরসা
Excellent work and will surely help me understand Technical Analysis
ReplyDeleteJajakAllah
ReplyDelete