Friday, January 29, 2016

Market Observations

ক্লান্ত... 
সময়ের সাথে ডুবে যাওয়া মানুষগুলোর কাতারে 
অংশীদার হই প্রতিদিন।।

আকাশের দিকে চেয়ে থাকি নির্বাক চোখে-
আমি ভেসে যাই ,ভেসে যাই- আমি ।।

নির্বাক তাকিয়ে থাকি তোমাদের বন্ধ দরজায় ।।
হায় , যদি তোমরা আমার ভাষা বুঝতে

না আমি এতো সহজে ক্লান্ত হই না তবে 
ক্লান্ত  ইনডেক্স চায় একটু  অবসর ।।




আসেন এবার একটু সিরিয়াস হই। মোটামুটি ডিসেম্বর ২৭ তারিখেই মনে হয়েছিল মার্কেট পড়বে সেদিন যে এনালাইসিস দিয়েছিলাম তা তুলে ধরলাম নীচে । একটি অতি গুরুত্তপূর্ন স্থানে একটি শক্তিশালী বুলিস ক্যান্ডেল না হয়ে এতো দুর্বল শুটিং স্টার কেন হোল?? সন্দেহ এখানেই তৈরি হয়। 


তারপরে ধারাবাহিক ভাবে মার্কেট নিয়ে আমার মতামত তুলে ধরেছি , কিন্তু দুঃখজনক ভাবে একবারো পজেটিভ হতে পারিনি। অনেকে বিরুপ মন্তব্য করেছেন। 

অনেকে মনে করেছেন আমি নিজের কোন স্বার্থ হাসিল করতে চাই। যারা মনে করে , আমি আমার স্বার্থ হাসিল করতে চায় তারা আমাকে কি ভাবে ? বাংলাদেশ ব্যাংক এর গভর্নর , নাকি দেশের অর্থ মন্ত্রি!! আমি বললেই মার্কেট ভালো হবে আর না বললেই খারাপ হবে?? সত্যের মুখমুখি হতে আমরা ভয় পাই কেন ?? আমরা কেন মরুভুমির সেই উটের মতো আচোরন করি... বালু ঝড়ে নিজের মাথা বালুর মধ্যে লুকিয়ে ভাবি ঝড় আমাকে স্পর্শ করতে পারছে না।  
আমি বিশ্বাস করি DSE তে যে বিনিয়োগ হয় তার শতকরা ১ ভাগও ফেবু থেকে হয় না। যারা মনে করে___ ফেবু ফ্যান তাদের যতই হোক__ তাদের কথায় মার্কেট উঠানামা করে, তারা বোকার স্বর্গে বাস করে।

ইনডেক্স নিয়ে এই মাসের ১২ তারিখে দেয়া আমার এনালাইসিসটি ভালো করে লক্ষ্য করেন
এবার আসেন ইনডেক্স নিয়ে কিছু বলি। না আজকে আমি নেগেটিভ কিছু বলবো না। আমি আশা করছি সামনে দুই-তিন দিন মার্কেট ভালো থাকবে। দুই- তিন দিন বললাম এই কারণে যে এর পরেই বুঝা যাবে সত্যই কি হতে যাচ্ছে। বহুবিধ টেকনিক্যাল কারনেই আগামী রবিবারে মার্কেট বৃদ্ধি পাবার কথা । এর জন্য CMT(Certified Market Technician) হবার প্রয়োজন নাই। কতটুকু ইনডেক্স বাড়তে পারে , আমি প্রেফার করবো ৪৬৪০ থেকে ৪৬৫০ । এর পরে থমে যাওয়া উচিৎ । সর্বচ্চ কতটুকু বাড়তে পারে ? তা চার্টে দেখানো আছে। তবে আমার বিশ্বাস হয় না অতদুর যাবে। আল্লাহ ভরসা









3 comments: