Wednesday, January 27, 2016

Market Observations

আজ হাউজে বসে আছি । বেলা দেড়টা  নাগাদ মুসা খান , আমার সিনিয়র ফ্রেড পাশে এসে বসলো। প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে প্রায় দিন ট্রেড করতে আসে আমাদের শহরে। বিল অঞ্চলের জমিদার টাইপেই মানুষ। জমিদার যেমন হয় অলস, আমাদের মুসা তার ব্যাতিক্রম হবে কেন! সেদিন বলছিল ," বুঝলে তোমার ভাবি প্যাঠ( শ্রমিক) নিয়ে ধান ব্যাচতে হাটে গ্যাছে , চিন্তা হচ্ছে ম্যা ছালপাল মানুষ ঠিক মতো ব্যাচতে পারবি কিনা" আমি বলি, ভালো নেশা ধরেছে তোমার, বোউকে শেষ পর্যন্ত হাটে পাঠালে ধান বেচতে!! মুসকি মুসকি হাসে... কথা বলে না। আমার থেকে প্রায় ১৫ বছরের বড় হলেও সম্বোধন হয় তুমি দিয়ে। প্রায় ৮০ / ৯০ বিঘা জমির মালিক, কিছু ট্রাকও ছিল যা এখন আর নাই।
তো যা বলছিলাম , পাশে বসে সাইহাম কটন , সাইহাম কটন ঝপ করছে আর ইস ইস শব্দ করছে। আমি বলি , পাগলের মতো কি বিরবির করছো। বলে উঠে," হ্যা পাগলই তো, এতো করে বলল সাইহাম কটন কিনতে ১৪.৫০ এ নামিছিল, কিনলেই এখন ১৫.৩০ । ৮০ পয়াসা দেখা জিনিষ হাত ছাড়া হয়া গ্যালো" 
বলি কিনোনা থাক , বাড়ুক , বাড়তে দেও, টিকবে না। ....... "এইতো দিলে তো কু ডাক, কিনতে মানা করলে , শেয়ার কিনার সময় কাউকে বলতে হয় না। এমনি দাম বাইড়ে গিছে , তার পরে পিছন থ্যাকি টান দিলে।" 
(আমি টেকনিক্যাল এনালাইসিস ঠুক ঠাক পারি হাউজে কাউকে বলিনা... আসলে এই কনসেপ্ট আমাদের দেশে পরিচিত না, মানুষ বুঝে না, তাই আমিও বলি না।)
আমি হাসি, বলি এই মুসা কাগজ কলম নিয়ে আস । মুসা কৃতিম রাগ দেখিয়ে বলে ,"ক্যান লস খাওয়ায় কাগজ কলম আনতে বল ক্যান।"   আমি বলি মহা মুসীবত আমি আবার কখন লস খাওয়ালাম। ক্যান কু ডাক দিলে না, এই দ্যাখো দাম ১৫.৭০ এখন আর কিনতে পারিচ্ছি না। লস না।
আমিও কৃত্তিম অসাহত্ত দেখিয়ে বলি , শুন তোমার সাথে একটি এগ্রিমেন্টে আসি , যদি রবিবারে ম্যাচিউর দিনে ১৪.৫০ এর উপরে দাম থাকে তবে আমি তোমাকে লস পুষিয়ে দিবো। আর যদি না থাকে তবে তুমি আমাকে দিবে । 
আশেপাশে তাকিয়ে দেখি হাউজের সবার মনযোগ আমাদের দিকে। মার্কেট খারাপ সবাই গম্ভীর হয়ে বসে ছিল , আমাদের হাসিতামাশা দেখে অনেকেই যোগ দিল।
টেক্সটাইল এর প্রেসার এখনো কমেনি। আর মার্কেটের টেকনিক্যাল সিনারিও আমি তুলে ধরছি না সঙ্গত কারণে। পরপর কয়েকদিন ধারাবাহিক পতনের কারনে মার্কেট ওভার সোল্ড কান্ডিশান হয়ে আছে। এর প্রভাব আমরা দেখতে পারবো। আজ ব্যাংক যে হুইসেল দিলো তা নিয়েও সঙ্গত কারনেই আমি কিছু বলবো না। 
শুধু একটা কথা বলে শেষ করি যারা বলে , যারা হাসে আর বলে আমরা কি ইনডেক্স কিনি আমরা কিনি শেয়ার তাদের এই হাসি হয়তো থাকবে না। আল্লাহ ভরসা



1 comment: