Sunday, January 24, 2016

Market Observations

 Published
January 24, 2016

অনেকেই ইনবক্স করে আইটেম চান, অনেকে আবার ঘুরিয়ে বা কেউ কেউ সরাসরিই গিজ্ঞাসা করেন কি করা লাগবে? কি নিবেন?  বা কি দিবো? অনেকে আবার সরাসরি পারসেন্টেজ অফার করেন। আমি লজ্জ্বা পাই । আইটেম কি বিক্রি করার জিনিষ? 

অনেকে অভিযোগ করেন আমি শুধু বিক্রি করার কথা বলি। আসলেই কি তাই? আমার ওয়েব সাইটে খুজে দেখেন , অনেক পজেটিভ এনালাইসিস পাবেন। তবে হ্যা আমি যে শেয়ার গুলি কিনি , সাধারণত তার এনালাইসিস দেই না বা সরাসারি কিনতে বলি না। একটি উদাহরণ দেই , গত সপ্তাহে আমি এরামিট সিমেন্ট ৪০.৮০ এবং এম আই সিমেন্ট ৭৮.৬০ করে কিনি । সিমেন্ট সেক্টর ভালো লাগছিল।  উদ্দেশ্য ছিল দুটিতেই ৫% করে লাভ নিবো। হয় নি অবস্থা বেগতিক দেখে ৪০.৩০ আর ৭৮.৮০ করে বিক্রি করে বের হয়ে যাই। তার আগের  বিবিএস ৩৮.২০ করে কিনে লাভ নিয়ে বের হই । নর্দান জুট কিনি ২৩৭  করে। যা কিনতে চাইছিলাম অর্ধেক কিনতে হোল, কারণ বাকিগুলি কিনতে গেলে দাম ১০ টাকা বেড়ে যেতো । 

আমি টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি সেন্টিমেন্ট এনালাইসিস করি। যেহেতু টেকনিক্যালি মার্কেট পড়ে যাবার সমস্ত লক্ষণ প্রকাশ পাচ্ছিল , আমি ১২ জানুয়ারিতেই আমার গ্রুপ এ পোষ্টটি পিন করে দেই। তাই সেন্টিমেন্টালই বুঝা যাচ্ছিল মার্কেট লো পেড আপ এর দিকে যাবে। 

গত বৃহস্পতিবার আমি নর্দান জুট নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। টিউটিরিয়াল পোষ্ট। দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে ডাউন মার্কেটে শেয়ার এন্ট্রি দিতে হয়। আমি আশা করেছিলাম আপনাদের মধ্যে যাদের টেকনিক্যাল এনালাইসিস নিয়ে আগ্রহ আছে তারা বিষয়টি একটু খতিয়ে দেখবেন। অথচ কেউ এগিয়ে এলান না।

আমি শেয়ার কিনি, প্রচুর শেয়ার কিনি। সপ্তাহে দুই/তিনটা। কিনতে আমি ভয় পাইনা। কারণ আমি আল্লার রহমতে জানি কোথায় বেচতে হবে। ক্লিক করলে কোথায় বেচতে হবে, আর না করলে কোথায় বেচতে হবে। ধরেন মাসে যদি ২০ টা শেয়ার নিয়ে ব্যবসা করি __ যদি কোন কিছু নাও জানি , অন্ধকারে ঢিল মারলেও ৫ থেকে ৭ টিতে লাভ হবে ইনশাআল্লাহ্‌। যে গুলি লাভ হোল না, তাতে যদি লস কম হয় তাহলেই দেখবেন মাস শেষে অনেক লাভ।  

আমি যে এনালাইসিসগুলি দিয়ে থাকি তার মধ্যেই আমার অনেক কেনা বেচার আইটেম থাকে।

এবার আসেন মার্কেট নিয়ে কিছু আলোচনা করি।  The Three Black Crows  seen in the double tops shaded area on INDEX . Meanwhile the weekly chart produced a evening doji star candles. However  the three candlesticks are over extended and make significant point declines, and supported by two main moving average. You may need to be wary of oversold conditions. 

মোদ্দা কথা খারাপ ক্যান্ডেল চার্টের গুরুত্তপূর্ন স্থানে তৈরি হয়েছে।   পরপর তিনদিনে দাম পড়েছে এবং ইনডেক্স দুইটি গুরুত্তপূর্ন মুভিং এভারেজ এর উপরে দাঁড়িয়ে আছে। যদি ৪৫৯২ লেভেল ধরে রাখতে না পারে ইনডেক্স আরো পরবে। আল্লাহ ভরসা

1 comment: