Wednesday, July 4, 2018

Market Observations


খুবই সহজ চার্ট আশা করি ব্যাখার প্রয়োজন হবে না।  খুব সম্ভবত মার্কেট থ্রি ড্রাইভ প্যাটার্নের দিকে যাচ্ছে। ৩৮.২ থেকে ৬১.৮ ফিব রিট্রেস্মেন্ট থেকে ইন্ডেক্স আপ সাইড মুভ করার কথা। বর্তমানে ৫০% এ অবস্থান করছে। ১ মে ২০১৮  তারিখে ABCD হারমোনিক প্যাটার্ন নিয়ে যে চার্ট দিয়েছিলাম তা পূরন হবার পথে। আর ABCD  এর বর্ধিত ধাপেই আসে থ্রি ড্রাইভ । আমি খুবই আশাবাদী। আরো ৩০০ পয়েন্ট ইনডেক্স পড়ে যাবে কিনা এই পিন পয়েন্ট একুরেসি দেয়া কঠিন। তবে আপনি যেটি বলেছেন ফিব ৬১.৮ বা হরাইহন্টাল সাপোর্ট বা ডাইগোনাল সাপোর্ট ( ৪৯০০ +/- ৫০) এই তিন সাপোর্ট ক্লস্টার ভেঙ্গে গেলে মার্কেটের জন্য মহা মহা মহা বিপর্যয় অপেক্ষা করছে। 

এখন পর্যন্ত মার্কেট খুবই স্বাভাবিক আচোরন করে  আসচ্ছে। সম্ভাব্য PRZ এ এসে মার্কেট সেক্টর অয়াইজ মুভমেন্টে আছে। লেনদেনও কিছুটা বৃদ্ধি পেয়েছে ।  আশা করি এই ধারা অব্যাহত থাকবে। 

No comments:

Post a Comment