Monday, January 22, 2018

ABBANK


একজন এনালিস্ট হিসাবে নিত্যনতুন এনালিটিক্যাল কনসেপ্ট নিয়ে পড়াশুনা করা আমার অভ্যাস। মাঝেই মাঝেই ভাবি নতুন কোন কনসেপ্ট নিয়ে আর কোন পড়াশুনা করবো না। যা জানি তা নিয়েই থাকি, বরং যা জানি, সেটিকেই আরো কিভাবে সমৃদ্ধ করা যায় সে চেষ্টায় থাকি। তারপরেও......

আসলে একটা ইন্টারন্যাশনাল ফোরামের সদস্য হবার কারণে বিভিন্ন এনালিটিক্যাল কনসেপ্ট সম্পর্কে প্রাথমিক ধারণা না থাকলে , সেখানে থাকাটাই অর্থহীন হয়ে যায়।

আমি যে কন্সেপ্টের আলোকে আজ এবি ব্যাংকের এনালাইসিস করলাম তা আগে কখনো করিনি। আমার  কোন ব্যাক টেষ্ট নাই। ব্যাক টেষ্ট বা অন্যভাবে বলতে গেলে পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে আমার তেমন কোন আত্তবিশ্বাসও নাই এই কনসেপ্ট নিয়ে। বলতে পারেন এটা একটা পরীক্ষামূলক এনালাইসিস। আল্লাহ্‌ ভরসা


No comments:

Post a Comment