একটা শেয়ার যখন খুব দ্রুত বৃদ্ধি পায় (Technically 'too quick to far ' ) তখন সাধারণ প্রবণতা হোল , একটা সার্টেন পয়েন্ট থেকে Pull back করা। সাম্প্রতিক একটা উদাহরণ দেই মুন্ন সিরামিক ।
এই পুল ব্যাক কোথা থেকে হবে বা হতে পারে তা বের করার অনেক পদ্ধতি আছে। ফিব , মুভিং এভারেজ বা সাপোর্ট রেজিস্টেন্স এই পুল ব্যাক পয়েন্ট হতে পারে।
অনেক গুলি মুভিং এভারেজ আছে । আপনার যেটা পছন্দ হবে বেছে নিতে পারেন। অনেকে মুভিং এভারেজ ক্রস ওভার দিয়েও এই পয়েন্ট খুঁজতে চেষ্টা করেন। এই বিষয়ে স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব না।
যাই হোক সামগ্রিক ভাবে ফার্মাএড সিমেট্রিক্যাল ট্রাইএঙ্গেল টার্গেট পূরণ করেছে একটা লং টার্ম এসেন্ডিং চ্যানেলের মধ্যে আবদ্ধ হয়ে।
বর্তমানে ২১ দিনের ইএমএ এর উপরে পিন বার তৈরি করেছে। যদি এখান থেকে পুল ব্যাক করে তবে টার্গেট ৪২৫ ; (৪২৫ লেভেলে ডবল টপ তৈরি হয়ে প্রাইস আবার নিচের দিকে নামা শুরু করবে নাকি চ্যানেল ব্রেক করে উপরের গন্তব্য অব্যাহত রাখবে সেই হিসাব পরে হবে।) যা রিস্ক / রিউয়ার্ড হিসাবে খুবই কম .. মাত্র ৫% । কারণ ঝুঁকি নিচের দিকে প্রায় ১০%। একজন এনালিস্ট এই ধরণের রিস্ক / রিউয়ার্ড রেসিয়োতে সাধারণত বিনিয়োগ পরামর্শ দেন না।
আমার মতে ৩৮.২ থেকে ৫০% ফিব রিট্রেস্মেন্ট এরিয়াতে রিভারসাল পরিস্থিতি খুঁজা টেকনিক্যালি অনেক নিরাপদ হবে । কারণ সেক্ষেত্রে রিস্ক / রিউয়ার্ড রেসিও অনেক ভাল থাকবে। পরিস্থিতি অনুকুলে থাকলে তখন লাভ হবে প্রায় ২৫% আর লস হলে ৫ থেকে ৭ % ।
অন্যদিকে যদি ফার্মা এড যদি আপার চ্যানেল লাইন ব্রেক করতে পারে তবে উপরের দিকে এর গন্তব্য অনেক দূর হবে ।
আল্লাহ্ ভরসা
No comments:
Post a Comment