Tuesday, November 21, 2017

Market Observations

Present Date 


April 8 , 2107


মার্কেট নিয়ে আমি বছরের একেবারে শুরু থেকেই বেশ পজেটিভ ছিলাম। বিশেষত যখন বছরের প্রথম সপ্তাহেই ঐতিহাসিক ৫৩৫০ লেভেলের দখল নিয়েছিল  ইনডেক্স, ব্যাপক ভলিউম নিয়ে , তখনই প্রায়ই নিশ্চিত হয়ে গিয়েছিলাম এই যাত্রা থামানো কঠিন হবে। আর এই যাত্রায় ব্যাংক, ফিনান্স আর ইনস্যুরেন্সই হবে প্রধান অস্ত্র। যে গুটি কয়েক ফেবু ফ্রেন্ডের সাথে আমার ফোনালাপ হয় তাদের এই অস্ত্র হাত ছাড়া করতে নিষেধ করেছিলাম বছরের শুরু থেকেই। 

মার্কেট ২০১০ এর তুলনায় অনেক বড় হয়েছে। হয়তো ইনডেক্স ২০১০ সালকেও ছাড়িয়ে যাবে। তবে আপাতত অত দূরে না তাকাই, এপ্রিল ৮ ২০১৭ এ যে তার্গেট দিয়েছিলাম তা আর একটু বাড়িয়ে দিলাম ; এখান থেকে আরো ১০০০ পয়েন্ট। তবে মনে রাখতে হবে এই ১০০০ পয়েন্ট ১০ বা ২০ কর্ম দিবসে যাবে না। যাত্রা পথে অবশ্যই কারেকশান হবে । ১৫০/২০০ পয়েন্ট কারেকশান আমি স্বাভাবিক হিসাবেই নিবো। বর্তমানের ডবল টপ যদি উৎরাতে পারে তবে  হয়তো উলফ বা wedge প্যাটার্ন দিয়ে কিছু কারেকশান হতে পারে। তবে কারেকশান হচ্ছে কিনা তা বুঝার জন্য আমি স্বল্প মেয়াদি মুভিং এভারেজ গুলির দিকে নজর দিবো। আল্লাহ্‌ ভরসা  

No comments:

Post a Comment