একটা পজেটিভ এনালাইসিস দেয়ার সময় এখনো আসেনি। অনেকগুলি যদি আছে । যদি গুলি যদি সত্যি হয় তবে সম্ভাবনা অনেক। If ... then . সম্ভাবনার কথা হলো , শেয়ারটি ব্যাপক মোমেন্টাম নিয়ে একটা গুরুত্ত্বপূর্ন স্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে (টেকনিক্যালি গুরুত্ত্বপূর্নই বটে; AB লেগের ৬১.৮ ফিব রিট্রেস্মেন্ট , সাথে মিড টার্ম ডাইগোনাল সাপোর্ট ) ; একই সাথে সিমেট্রিক্যাল ট্রাইএঙ্গেল ব্রেকাউট উচ্চ ভলিউম নিয়ে। ভিন্ন ভিন্ন দুটি পয়েন্ট থেকে মাপ নিলে IPDC হারমোনিক ডিপ ক্র্যাব এবং ব্যাট প্যাটার্ন এর আংশিক পূরণ করে বসে আছে।
নেগেটিভ কথা হোল; শেয়ারটি শক্তিশালী ফিব ক্লস্টার এবং আগের সুইং হাই এর সাথে মুখমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। বেশ ভালো বাঁধা।
এখানেই আসে If ... then প্রসঙ্গ। যদি IPDC এই বাধা অতিক্রম করতে পারে তব ইনশাআল্লাহ্ আপাতত গন্তব্য ৫৫ থেকে ৬০।
কি করা উচিৎ ঃ যাদের আছে তাদের স্টপ লস সেট করে অপেক্ষা করা উচিৎ বলে মনে করি , আর যারা কিনতে চান তাদের এই বাধা পার হবার অপেক্ষা করা উচিৎ। কেমন হয়ে গেলো উভয় পক্ষকেই অপেক্ষার পরামর্শ দিলাম! আসলে এই মুহুর্তে কঠিন পর্যবেক্ষ্ণে রাখার মত একটা শেয়ার। আইপিডিসি এই বাধা পার করবে এমন সম্ভাবনাই আমার কাছে অধিক যুক্তিযুক্ত মনে হচ্ছে। আল্লাহ্ ভরসা
No comments:
Post a Comment