প্রিয় স... ,
অনেকেই নাম উল্লেখ পছন্দ করেন না , তাই আপনারও নাম পুরো দিলাম না আপনার অনুমতি না নিয়ে। ইদানিং বেশ অলস হয়ে গিয়েছি। প্রায় ১০/১২ দিন পরে ফেবু ওপেন করছি, তাও আপনার সাথে কথা না হলে হয়তো করতাম না। হয়তো, ফেবুও আমার কাছে কিছুটা একঘেয়ে লাগছে ইদানিং। না... ফেবুর কাছে আমার প্রাপ্তি অনেক; ফেবুর মাধ্যেমেই তিনজন ভিনদেশী এনালিষ্টের সাথে আমার পরিচয় হয়। তাদের এনালাইসিস আমি মুগ্ধ হয়ে দেখি । তাদের কাছ থেকে আমার শেখা অনেক। আবার ফেবুর রাস্তাতেই আপনাদের মত কিছু বন্ধুর প্রাপ্তিও কম সৌভাগ্যের বিষয় না।
যা হোক সেদিন আপনাকে যা বলছিলাম, ২০১০ সালের ধ্বসের পরে আমরা যারা সাধারন বিনিয়োগকারি তারা যেমন চালাক হয়েছি , তার থেকেও বেশী চালাক হয়েছে যাদের অনেক টাকা আছে তারা। খেলার অনেক নিয়মই তারা মানছেন না। কোন একটা শেয়ার , যা এখনই টেকনিক্যালি বাড়ার কথা, তা বাড়তে না দিয়ে বেশ কিছু সময় নিচ্ছে , মানুষকে একেবারে হতাস করার পরে হঠাত করে খেলা শুরু করে দিচ্ছে। আবার কখনো কখনো সুনির্দিষ্ট শক্তিশালী সাপোর্ট তারা ভেঙ্গে দিচ্ছে , স্টপ লস পয়েন্টে নিয়ে গিয়ে কিছু সময় পার করে কাঙ্কখিত টান দিচ্ছে। বুঝাই যাচ্ছে টেকনিক্যালি অনেক বেশী সচেতন এখন তারা । এ অবস্থায় আমরা যারা টেকনিক্যাল এনালাইসিস করি তারা বাড়তি কিছু না করলে তাদের সাথে পারা কঠিন হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে ভলিউম এক্ষেত্রে একটা ভালো অস্ত্র। যারা ভলিউম নিয়ে কাজ করেন সামনে টেকনিক্যাল এনাইসিসে তাদের সফলতার হার অনেক বেশী হবে বলে আমি মনে করি। আমাদের কাছে তুলনামূলক কম পরিচিত VSA সামনে নতুন দুয়ার খুলবে আশাকরি। হয়তো সামনে এই ক্ষেত্রে আমরা অনেক নতুন মেধা দেখবো।
অনেকগুলি শেয়ার এর নাম বলেছিলেন তার মধ্যে একটি নিয়ে আলোচনা করি । যদি অলসতা দূর করতে পারি আর সময় পাই তবে তবে বাকি গুলি পরে দিবো ইনশাআল্লাহ্
বিকনফার্মা................
ভলিউম আর ক্যান্ডেল বলছে বড় পার্টি জুলাই ৭ তারিখে প্রথমিক ভাবে কিছু শেয়ার ডাম্পিং করেছে। কিন্তু এর পরে তাদের আর তেমন কোন বড় ক্রিয়া চোখে পড়েনি ; যা করছে সাধারণ পাবলিক। আগস্টের ৭ তারিখে সুস্পষ্ট হেড ও সোল্ডার নেক লাইন ভেঙ্গে গিয়েছে। আপনি যদি এখন গ্রামার মেনে চলতে চান তবে এর প্রাথমিক তার্গেট ২১ । তবে বিকন গত দিন মাইনর ট্রেন্ড লাইনের উপরে গতদিন সাপোর্ট পেয়েছে ; যদিও ভলিউম আসাব্যাঞ্জক না। যদি এখানে সাপোর্ট পায় তবে যাদের আছে তাদের জন্য স্বাস্তি । আপাতত ২৫ এর আগে আর তেমন কোন বাধা নেই। যদি না পায় তবে হেড ও সোল্ডার এর তার্গেট ২১ ।
কি করা উচিৎ___ পর্বেক্ষণ করা উচিৎ। শেয়ারটি এখান থেকে বাড়তে চাইলে ভলিউম দরকার হবে । আর টেকনিক্যালি ২২.৭০ পর্যন্ত অপেক্ষা করে কেনা উচিৎ হবে ____ আল্লাহ্ ভরসা
No comments:
Post a Comment