এনালাইসিসটি অনুরোধে করা___ এই ধরণের শেয়ার নিয়ে মতামত "এক কথায়" প্রকাশ করা যায় না। সেটা করা উচিৎ-ও না। বিশেষ করে মার্কেট যখন খুবই ম্যাচিউর আচরণ করছে ; অন্যভাবে বলা যায় মার্কেটের পেছনের খেলোয়াড় যারা আছেন তারা ম্যাচিউর।
এখন আসুন দেখি শেয়ারটি কি অবস্থায় আছে। শেয়ারটি নিয়ে এনালাইসিস করতে গিয়ে প্রথম যে সমস্যায় পড়ি তা হোল, ২০১১ সালের পরে বর্তমান দামই হল সর্বচ্চ। সুতরাং অতীত প্রাইস মুভমেন্ট দেখে বর্তমান প্রাইসের তুলনামুলক আলচনা করা দুঃসাধ্য, যা টেকনিক্যাল এনালাইসিস এর মুল ভিত্তি। কারন অত দীর্ঘ দিন আগের প্রাইস , বর্তমান প্রাইসের উপরে কতখানি প্রভাব ফেলবে তা প্রশ্ন সাপেক্ষ। আমি আশাবাদী ইনশাআল্লাহ্ সামনের দিনগুলিতে আমরা এমন উদাহরণ অনেক পাবো।
তবে আমার কাছে মনে হয়েছে যাদের কাছে সিনোবাংলা আছে তারা বিক্রি করতে চাচ্ছেন না। আবার মেজর ইন্ডিকেটরগুলি দেখে এও মনে হয়েছে শেয়ারটি ধীরে ধীরে গতি হারাচ্ছে এবং কিছুটা দূর্বল হচ্ছে। কোন কারণে যদি বিক্রির চাপ আসে তবে এই দুর্বলতা ব্যাপক আকার ধারন করতে পারেন। েই ধরনের শেয়ার যদি হাতে থাকে তবে ট্রেইলিং স্টপ খুবই কার্যকরি একটি পদ্ধতি। অসংখ্য টেকনিক আছে ট্রেইলিং স্টপ এর আপনি আপনার পছন্দেরটি বেছে নিতে পারেন। আমি হলে ৫৩.৫০ পর্যন্ত অপেক্ষা করতাম বিক্রি করার জন্য যদি হাতে থাকতো ___ আল্লাহ্ ভরসা
No comments:
Post a Comment