Monday, July 3, 2017

Market Observations


মার্কেট নিয়ে আমি বরাবরই খুব পজেটিভ ছিলাম। ৫৩০০ লেভেল ভাঙ্গবে এমন বিশ্বাস তো দূরের কথা , আমি কল্পনাই করতে পারছিলাম না। আলহামদুল্লিলাহ আমার ধারণা সঠিক ছিল।..... 

তো মার্কেট কোথায় যাবে? ইনডেক্স আবার ৯০০০ যাবে ইনশাআল্লাহ্‌। এটা আমার বিশ্বাস। তবে আমি এটাও জানি এই ব্যবসায় আগামী কাল কি হবে , তা পৃথিবীর সব থেকে ভালো এনালিস্টও বলতে পারবে না । "Absolutely Impossible". আগামীকাল যেকোনো কিছু হতে পারে। তাই আমার এই বিশ্বাসের বিপরীত কিছু না হওয়া পর্যন্ত , আমি আমার এই বিশ্বাসকেই বিশ্বাস করবো। আল্লাহ্‌ ভরসা

যাই হোক ,  দেখা যাক ইনডেক্স এর বর্তমান কি অবস্থা। দেখেন, HMA 50 Days  কি চমৎকার সাপোর্ট হিসাবে কাজ করেছে ; প্রতিটি উত্থান পতনেই। ....যখনই ইনডেক্স অতি বিনয়ের সাথে HMA 50 Days কে সম্মান দেখাচ্ছিল তখনই ভলিউমও তার ২১ দিনের SMA কে মান্য করতে বাধ্য হচ্ছিল। ইনডেক্স HMA 50 Days  এর উপরে , তো ভলিউম ২১ দিনের SMA এর উপরে। 

এখন কি হতে পারে? সোজা কথা অতীত ইতিহাস বলছে ইনডেক্স HMA 50 Days এর নীচে না নামা পর্যন্ত আমরা ডিপ কারেকশানের কথা আপাতত ভাবতে পারছি না। যেটা হতে পারে HMA 50 কে ইনডেক্স ছুতে পারে। সেই পর্যন্ত আমরা স্যালো কারেকশান বলতে পারি এবং আপাতত নিশ্চিন্ত থাকতে পারি। আল্লাহ্‌ আমাদের সহায় হোক। 

1 comment: