Wednesday, June 28, 2017

LANKABAFIN


ফেবুতে যে কয়েকজন মার্কেট নিয়ে পজেটিভ ছিলেন , তাদের মধ্যে আমি ছিলাম একজন। আমার কোন ভাবেই বিশ্বাস ছিল না ৫৩০০ এর মাইলফলক ইনডেক্স আবার ভেঙ্গে নিচে নেমে যাবে। ৫৩০০ এর বাধা পার করা ছিল মার্কেটের জন্যএকটা বিশাল জয়। এই কষ্টার্জিত জয় মার্কেট এতো সহজেই ছেড়ে দিতো না। গত ৭ বছরে বলতে গেলে প্রতি বছরই একবার চেষ্টা হয়েছিল এই গুরুত্ত্বপূর্ন লেভেলের দখল নেবার। একবার যখন দখল নিয়েছে এটা কেড়ে নেওয়াও কঠিন হবে , বাকিটা আল্লাহর  হাতে 

আসলে ইন্দেডেক্স নয় , আমার আজকের বিষয়বস্তু ফিনান্স সেক্টর নিয়ে। আমি শুধু এক্তার এনালাইসিস দিলাম। বর্তমানে ফিনান্সকে লিড দেয়া লঙ্কাকে নিয়ে। ............ যারা দির্ঘ মেয়াদে বিনিয়োগ করছেন তাদের বেলায় ঠিক থাক্লেও যারা স্বল্প মেয়াদে বিনিয়গ করছেন এই সেক্টরে দ্বিতিয়বার বিবেচনা করে দেখবেন। স্বল্প মেয়াদে এই সেক্টর কারেকশানে পড়ার ঝুকিতে আছে এবং সেটা বেশ শক্ত ভাবেই_____ আল্লাহ্‌ ভরসা 



1 comment:

  1. ভাই ৫৬.৭০ কি কেনা যাই???

    ReplyDelete