নানা রকমের Key Reversal ক্যান্ডেল প্যাটার্ন আছে __ মজার ব্যাপার হল "Key Reversal" শব্দ দুটির ব্যবহার নিয়ে । revers মানে তো ঘুরে যাওয়া কিন্তু Key শব্দ যোগ করার মানে হল "ঘুরে" যাওয়ার উপরে জোড় দেওয়া । এই মনে করেন ৯০ % ঘুরে গেল। আমি কি ভুল বললাম? বিষয়টি তাই নয় কি?? !!
বিষয়টি আসলে অনেকটা তাই। কিন্তু শেয়ার মার্কেটে শেষ কথা বলে কিছু নাই____ প্রত্যক্টা Key Reversal প্যাটার্নেরই উল্টা ফল আছে , মানে হতে যাচ্ছিলো একটা , হয়ে গেল আর একটা।
UPGDCL এ একটা Bearish Key Reversal দেখতে পাচ্ছি___ নাম___ bearish engulfing pattern বা bearish outside day reversal ______ সে নামেই ডাকিনা কেন নিঃসন্দেহে প্যাটার্ন খারাপ। খারাপের দিক থেকে প্রথম পাঁচটার মধ্যে একটা।
তার মানে কি সব শেষ??!! এখানেও উল্টা ফল ঘটার সুযোগ আছে___ আর এখানেই শেয়ার মার্কেট এর বিশেষত্ব আর টেকনিক্যাল এনালাইসিস এরও বিশেষত্ব যে বিষয়টির ব্যাখ্যা আছে। কি সেই উল্টা ফল , যার ফলে আমরা বুঝতে পারবো bearish engulfing pattern আর কাজ করলো না বা ইনভ্যালিড হয়ে গেলো___ আসুন জেনে নেই____
যে ক্যান্ডেলকে গিলে খাওয়া হল সে ক্যান্ডেল খুব গুরুত্ত্বপুর্ন এখানে। সে ক্যান্ডেলের ওপেন , ক্লোজ এবং হাই ___ এই তিনটি পয়েন্ট খুব গুরুত্ত্বপুর্ন এই প্যাটার্ন ইনভ্যালিড বলে বিবেচিত হওয়ার জন্য। এই পয়েন্টগুলি খুব শক্তিশালী রেজিস্টেন্স হিসাবে কাজ করে প্রাইচ উপরে যাওয়ার ক্ষেত্রে। যদি সফলভাবে এই পয়েন্ট বা লেভেল প্রাইচ পার করতে পারে ধরে নিবেন প্যাটার্ন ইনভ্যালিড।
আমি খুব সাধারণ ভাবে বিষয়টি ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলাম। আরো কিছু বিষয় আছে যা লিখে বুঝাতে গেলে কলেবর বড় হয়ে যাবে , তবে মুল বিষয়টি এটাই।
এটা কোন মতেই কোন বাই সেল সুপারিস না এটা একান্তই একটা উদাহরণ____ আল্লাহ্ ভরসা
No comments:
Post a Comment