Tuesday, October 18, 2016

DOREENPWR


শেয়ারটি নিয়ে বিনিয়োগকারীদের বেশ আগ্রহ তৈরি হয়েছে। গুঞ্জন শুনা যাচ্ছে ডিভিডেন্ট ভালো নাও হতে পারে! কিন্তু ইপিএস ভালো আসবে ।ফান্ডামেন্টাল ভাবে ইপিএস ভালো হলে ডিভিডেন্টও ভালো আশার কথা। হতে পারে তারা হয়তো অন্য কোন খাতে খরচ করবে তাই ডিভিডেন্ট কম দিবে, যাই হোক আমি ফান্ডামেন্টাল দিক নিয়ে আলোচনা না করে , কিছু টেকনিক্যাল দিক তুলে ধরার চেষ্টা করবো।

যদি সব কিছু হিসাবের মধ্যে থাকে তবে তো ভালোই ৮৪ থেকে ৯০ এর আশেপাশে রেট পাওয়া যাবে। কিন্তু যদি হিসাবে ভুল হয়?? হতেই পারে... যদিও এনালাইসিসই করার মতো ডেটা নেই , তারপরেও এই অল্প ডেটা নিয়েই দেখি ... যদি হিসাবে ভুল হয় কি হতে পারে।  হিসাবে ভুল হলে প্রাইস ৬১ থেকে ৫৮ তে নেমে যেতে পারে___ আল্লাহ ভরসা 



1 comment: