আমার খুব কাছের এক ফেবু ফ্রেন্ড অ্যাপোলো নিয়ে একটা এনালাইসিস করতে বললেন।যদিও নিরপেক্ষ এনালাইসিস করতে বলেন , কিন্তু আমি জানি তার কাছে আছে। ট্রেডিং ভিউ আর এমিব্রোকার দিয়ে ভিন্ন ধরণের এনালাইসিস দেয়া যায়। ডেটাগত এ ধরণের পার্থক্যের কারণ কি আমার ঠিক জানা নেই। আমি ট্রেডিং ভিউ দিয়েই এনালাইসিস দিলাম। খালি চোখে দেখে মনে হচ্ছে রাউন্ডিং বটম হয়ে ২০ লেভেলে চলে যাবে। কিন্তু লজিক কই? অন্তত যদি ১৬ লেভেলের উপরে থাকতো তাও কিছু লজিক দিতে পারতাম। বর্তমানে ট্রেন্ড লাইনের ঠিক নীচে consolidating পর্যায়ে আছে। ভয় হচ্ছে , না বিয়ারিস ফ্ল্যাগে রুপ নেয়। সেক্ষেত্রে গন্তব্য চার্টে দেয়া আছে। কেন যেনো মনে হচ্ছে রাউন্ডিং বটমই হবে। হয়তো অভিজ্ঞতা বা হয়তো বন্ধুর প্রতি ভালোবাসা।
No comments:
Post a Comment