আচ্ছা 'ধরে' নিলাম BSCCL ভালো হবে। মোটামুটি বছরখানেক আগে যারা কিনেছেন তারা সবাই লাভে চলে যাবেন___ বেশী তো না ১১০ গেলেই লাভে যাবেন বছরখানেক যারা আটকে আছেন তারা সবাই। শেয়ারটি এখনো মারা যায়নি , লাইফ সাপোর্টে আছে। ট্রেন্ড লাইনের একদম উপরে আর একটি গুরুত্তপূর্ণ moving average এর সামান্য উপরে।
কিন্তু............... যদি এই লাইফ সাপোর্ট না থাকে ............. শেয়ারটির নীচের গন্তব্য সম্পর্কে কিঞ্চিৎ ধারণা রাখা বোধ করি বুদ্ধিমানের কাজ হবে। অন্তত যদি নীচের দিকে নামা শুরু করে তা হলে কিছুটা হলেও মানুষিক শক্তি পাওয়া যাবে। আমার গতরাতের পোষ্ট দেখে মনে হয়েছে অনেকেই শেয়ারটিতে সম্পর্কিত।
সেন্টিমেন্ট কি বলে ? এতো সহজে এক বছরের আটকে থাকা মানুষজনকে বের হতে দিবে? দেখা যাক আল্লাহ ভরসা
No comments:
Post a Comment