Saturday, August 6, 2016

NTC


ভাই এই ধরণের শেয়ার এর এনালাইসিস দেয়া কিছুটা কঠিন। দীর্ঘ দীর্ঘ সময় শেয়ারটি ডাউন ট্রেন্ডে আছে। তবে ২০১৬ সালে , এইবার দিয়ে তিনবার মাথা চাড়া দেয়ার চেষ্টা করেছে। অন্তত সাপ্তাহিক চার্টে তাই দেখা যাচ্ছে। ভালো দিক । শেয়ার টি যেনো বলতে চাচ্ছে আমি মরে যাইনি আমাকে দেখো। খেয়াল রাখ আমার দিকে। জুলাই মাসের শেষ দিন ৫৯০ টাকা উঠেছিল__ শেয়ার টি যদি ৫৭৫ ক্রস করতে পারে এবং এর উপরে দাঁড়াতে পারে  তবে প্রাথমিক গন্তব্য ৬৭৫ । দ্বিতীয় গন্তব্য ৭৫০ । তবে এর জন্য শর্ত হোল শেয়ার টিকে তার চ্যানেল থেকে বের হতে হবে তা না হলে যে ভাবে চলছিল সেভাবেই চলতে থাকবে __ আল্লাহ ভরসা

No comments:

Post a Comment