ভাই এই ধরণের শেয়ার এর এনালাইসিস দেয়া কিছুটা কঠিন। দীর্ঘ দীর্ঘ সময় শেয়ারটি ডাউন ট্রেন্ডে আছে। তবে ২০১৬ সালে , এইবার দিয়ে তিনবার মাথা চাড়া দেয়ার চেষ্টা করেছে। অন্তত সাপ্তাহিক চার্টে তাই দেখা যাচ্ছে। ভালো দিক । শেয়ার টি যেনো বলতে চাচ্ছে আমি মরে যাইনি আমাকে দেখো। খেয়াল রাখ আমার দিকে। জুলাই মাসের শেষ দিন ৫৯০ টাকা উঠেছিল__ শেয়ার টি যদি ৫৭৫ ক্রস করতে পারে এবং এর উপরে দাঁড়াতে পারে তবে প্রাথমিক গন্তব্য ৬৭৫ । দ্বিতীয় গন্তব্য ৭৫০ । তবে এর জন্য শর্ত হোল শেয়ার টিকে তার চ্যানেল থেকে বের হতে হবে তা না হলে যে ভাবে চলছিল সেভাবেই চলতে থাকবে __ আল্লাহ ভরসা
Stock chart and commodity of investors who are passionate about Technical Analysis.
Saturday, August 6, 2016
NTC
ভাই এই ধরণের শেয়ার এর এনালাইসিস দেয়া কিছুটা কঠিন। দীর্ঘ দীর্ঘ সময় শেয়ারটি ডাউন ট্রেন্ডে আছে। তবে ২০১৬ সালে , এইবার দিয়ে তিনবার মাথা চাড়া দেয়ার চেষ্টা করেছে। অন্তত সাপ্তাহিক চার্টে তাই দেখা যাচ্ছে। ভালো দিক । শেয়ার টি যেনো বলতে চাচ্ছে আমি মরে যাইনি আমাকে দেখো। খেয়াল রাখ আমার দিকে। জুলাই মাসের শেষ দিন ৫৯০ টাকা উঠেছিল__ শেয়ার টি যদি ৫৭৫ ক্রস করতে পারে এবং এর উপরে দাঁড়াতে পারে তবে প্রাথমিক গন্তব্য ৬৭৫ । দ্বিতীয় গন্তব্য ৭৫০ । তবে এর জন্য শর্ত হোল শেয়ার টিকে তার চ্যানেল থেকে বের হতে হবে তা না হলে যে ভাবে চলছিল সেভাবেই চলতে থাকবে __ আল্লাহ ভরসা
Labels:
NTC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment