গতকাল রাতে আমার এক ফেবু ফ্রেন্ড ফোন দিয়ে অনেকগুলি শেয়ার দেখে দেয়ার অনুরোধ করলেন। আমি এভাবে অনেকগুলি শেয়ার একসাথে দুই পাঁচ মিনিটের মধ্যে বলতে অস্বস্থি বোধ করি । একটা শেয়ার এনালাইসিস করতে ১০/১৫ মিনিট লাগেই। ভুল হবার সম্ভাবনা থাকে। কাউকে ভুল তথ্য দিতে একেবারেই অপছন্দ করি। উনি তাও বললেন দেন। এর মধ্যে একটি ছিলো ACIFORMULA. বললেন ১০০০ টাকা চলে যাবার নিউজ আছে। ১০০০ টাকা ! যেতে পারে , শেয়ারটি ভলেটাইল। তবে এ বিষয়ে আমার কিছু কথা আছে।
নিউজ আর এনালাইসিস সম্পূর্ন দুটি ভিন্ন বিষয়। নিউজ এমন জায়গা থেকে আসে যেখানে আমাদের কোনই নিয়ন্ত্রণ নাই। বলতে চাচ্ছি আমাদের অনেকেরই থাকেনা। এই নিউজ আসল না নক্ল তাও জাচাই করার সুযোগ থাকে না। আমার কাছে নিউজ অনেকটা গুপ্ত চরের তথ্যের মতো। শত্রু দেশের গোপন তথ্য গুপ্তচর যেভাবে এনে দিবেন তাই বিশ্বাস করতে হবে এবং যুদ্ধের পরিকল্পনা সেভাবেই করতে হবে। তথ্যভুল থাকলে পরাজয় নিশ্চিত। একটা উদাহরণ দেই__ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে ডি-ডে (১৯৪৪ সালের ৬ জুন) একটি স্মরণীয় দিন। ওই দিন জার্মানির বিরুদ্ধে লড়াইয়ে নামা মিত্রবাহিনীর বিরাট একটি দল ফ্রান্সের নরম্যান্ডিতে পৌঁছায়। এই সেনা মোতায়েনের মাধ্যমে নাৎসিদের পতন শুরু হয়।
নাৎসি গুপ্তচর গার্সিয়া মিত্রবাহিনীর এই সেনা মোতায়েন সম্পর্কে নাৎসিদের ভুল তথ্য দেন। গার্সিয়া নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে বিশ্বাস করাতে সক্ষম হন যে নরম্যান্ডির উপকূলে নয়, পাস দি কালাইয়ে বিপুলসংখ্যক মিত্র সেনা ভিড়ছে। এই ভুল তথ্যের ভিত্তিতে হিটলার যে পথ অনুসরণ করেন, এতে নাৎসি বাহিনী সাফল্যের বদলে বরং বিপদের মুখে পড়ে।
আবার গুপ্তচরের সাফল্যার কাহিনীও তুলে ধরা যায় তাতে লেখার কলেবর বড় হয়ে যাবে।
এই ধরেন BSCCL এর গুপ্তচরের তথ্যছিল অনেক দূরে যাবে। যায়নি তথ্য ভুল ছিল । এখন ICU তে আছে। ক্লিনিক্যাল ডেথ। ১০৬ এর নীচে নেমে গেলেই শেষ। আবার AMBEEPHA তথ্য সঠিক ছিল গত জানুয়ারির ২৪ তারিখে এনালাইসিস আছে আমার ওয়েব সাইটে আমি দেখানোর চেষ্টা করেছিলাম শেয়ারটি ভালো হবে। আমার কাছে কেনো যেনো মনে হচ্ছে ১০০০ টাকার ঘরে চলে যাবে। যদিও এখন AMBEEPHA কে অবশ্যই কারেকশানের মুখে পড়তে হবে। কিছু কমবে কিন্তু আবার গেম দিবে। (একান্তই আমার মত) ।
ACIFORMULA নিয়ে কথা বলতে গিয়ে কতো কথা বলে ফেললাম। ১৭৫ এর নীচে কেনার প্রশ্নই আসে না। আর ১৬৫ ভেঙ্গে গেলে কি হবে তা চার্টে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছি। যদি অনেক ভালো হয় তবে আরো কিছু পরে কিনলে দোষ কী? আমি নিকট ভবিষ্যতে শেয়ারটির সাম্ভাব্য পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করলাম আমার মতো করে। আপনি আপনার বিবেচনা কাজে লাগাবেন__ আল্লাহ ভরসা
No comments:
Post a Comment