Sunday, July 10, 2016

MARKET OBSERVATIONS


অনেকেই বলছেন গুলশানের প্রভাব পড়েছে মার্কেটে !! আসলেই কি তাই__ চার্টে সুস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ইনডেক্স ঈদের ছুটির আগেই স্পিড-ব্রেকারের সামনে পড়েছিল । দীর্ঘমেয়াদি ফলিং ট্রেন্ড লাইন। এই ফলিং ট্রেন্ড লাইন এর সাথে একটি গুরুত্তপূর্ন মুভিং এভারেজও ব্যারিয়ার হিসাবে আছে। এর আগে যতবারই এই বাধার মুখে মার্কেট পড়েছে , ইনডেক্স পর্যাপ্ত গতি নিয়ে এই বাধা পার করতে পারেনি। ফলাফল চার্টে স্পষ্ট। 

কিন্তু তাই বলে কি ইনডেক্স এইবারও এই বাধা পার করতে পারবে না। আমি মনে করি ইনশাআল্লাহ্‌ এইবার এই বাধা ইনডেক্স এর পার করতে পারা উচিৎ। তবে ফেড়েফুড়ে এই বাধা ইনডেক্স অতিক্রম করবে এমনটি নাও হতে পারে , কিছু সময় নিয়েই হয়তো এই বাধা পার করবে এবং সেটাই মঙ্গলজনক হবে । 

তবে____ ৪৪৩০ লেভেল না ভাঙ্গাই ইনডেক্স এর জন্য মঙ্গলজনক হবে__ সেক্ষেত্রে ফলাফল চার্টে দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই__ আল্লাহ ভরসা

No comments:

Post a Comment