Monday, July 25, 2016

IBNSINA


শেয়ারটি আমার প্রত্যাশার চাইতে কিছু বেশীই গিয়েছে। আমার আগের এনালাইসিস এ ১৭১ থেকে ২০৬ দেখিয়েছিলাম। সুস্পষ্ট করে কিছু বলা মুস্কিল। হয়তো ফ্ল্যাগ প্যাটার্ন হয়ে আরো উপরের দিকে চলে যাবে। আবার রেক্ট্যাঙ্গল নীচের দিকে ভেঙ্গে সর্ট টার্ম ট্রেন্ড লাইনে ২২০ টাকা লেভেলে আশ্রয় না পেলে মিড ট্রাম ট্রেন্ড লাইনে ১৭০ এর আশেপাশে ঠাই হতে পারে। 

যাদি আমাকে প্রশ্ন করেন কোনটার সাম্ভাবনা বেশী আরো উপরে যাবার সম্ভাবনা ২৫ % আর নীচে নামার সম্ভাবনা ৭৫% ____ আল্লাহ ভরসা

No comments:

Post a Comment