Sunday, July 24, 2016

AL-HAJTEX


Al_HAJTEX নিয়ে আমার আগের দুটি আইডিয়া আছে। জানুয়ারীর ৬ এবং ফেব্রুয়ারির ১৬ তারিখে আইডিয়া গুলি শেয়ার করেছিলাম। সেই সময় শেয়ারটির দাম ছিলো ১০০ উপরে এবং বেশীর ভাগ বিনিয়োগকারী আশা করছিলেন আলহাজ্ব ১৫০ এর কাছাকাছি চলে যাবে। যদিও আমার কাছে মনে হচ্ছিল টেকনিক্যালি শেয়ারটি তখনি বৃদ্ধি পাবার যুক্তিযুক্ত তেমন কোন কারণ নাই বরং আরো পড়ে যাবার সম্ভাবনাই বেশী। আর পড়ে গেলে সহসা মাথা উঁচু করার সম্ভাবনা  থাকবে না। ৬ মাসের বেশীই পার হয়ে গিয়েছে এবং আমার ধারনাই সঠিক ছিল । অন্তত সময় তাই স্বাক্ষী দিচ্ছে।

বর্তমানে শেয়ারটি  কি অবস্থায় আছেঃ

শেয়ারটি দীর্ঘমেয়াদি রাইজিং ট্রেন্ড লাইনে চমৎকার কৌণিক কোনে অবস্থান করছে। যা সর্বশেষ বুলিশ ওয়েভ এর ৭৮.৬ % ফিব রিট্রেসমেন্ট। ফিবের এই রিট্রেসমেন্ট একটি গ্রহণযোগ্য পরিমাপ। এই ফিব রিট্রেসমেন্ট দিয়ে একটা চমৎকার হারমোনিক প্যাটার্ন তৈরি হয়। ব্রাইসি গিলমোর সাহেবের ভাষায় বাটার ফ্লাই প্যাটার্ন। আমরা অতদুরে তাকাবোনা, কারণ আমার অভিজ্ঞতা বলে এই প্যাটার্ন গুলি ছলনাময়ী ... হবো হবো করেও শেষ পর্যন্ত হয় না।

ফিব প্রজেকশান হিসাবে CD এর AB প্রজেকশান ৫০% হয় ৮৪ লেভেল যা ৭৮.৬ % ফিব রিট্রেসমেন্ট এর কাছাকাছি। 

এই মাসের ১০ তারিখের হ্যামার লাইক ক্যান্ডেল আমাদের আগেই ঈঙ্গিত দিয়েছিল সতর্ক দৃষ্টি দেবার। 

কি হতে পারেঃ

আমার আগের দুটি আইডিয়া ছিল  নেগেটিভ । এইবার আমি উপরে বর্নিত তিনটি কারনের জন্য আমার পজিটিভ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সম্ভাবনা আছে শেয়ারটি  অন্তত ১০৪ টাকা লেভেল পর্যন্ত যাবে। অন্তত টেকনিক্যালি তা খুবই সম্ভব। যদিও ৯৫ /৯৬ লেভেলে হালকা বাধার সম্মুখীন হবার একটা সম্ভাবনা আছে, আশা করি শেয়ারটি তা কাটিয়ে উঠতে পারবে__ আল্লাহ ভরসা


No comments:

Post a Comment