Wednesday, May 11, 2016

KPCL


জানুয়ারির ১০ তারিখের পরে শেয়ারটি আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। কেনো এমন হোল আমি জানি না। তবে জানুয়ারির ১০ এর পরে যদি মাথা তুলতে পারতো ৮০ এর উপরে তবে হয়তো আমি এন্ট্রি দিতাম। অন্তত আমার সেরকম প্রস্তুতি ছিল। আমি শেয়ার কেনার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করি না। 

আমি এটুকু আশা করেছিলাম , যে ক্রমাগত লোয়ার হাই হচ্ছে তাতে অন্তত ৭৭ থেকে ৭৬ এর মধ্যে একবারের জন্য হলেও শেয়ারটি আসবে। আসে নি বলতে গেলে শেয়ারটি আমাকে হতাশই করেছে। তবে আশার কথা রাইজিং ট্রেন্ড লাইন ৬৭ এবং ৬৮ তে দুইবার চেষ্টা করেও ভাঙ্গতে পারেনি। আর বলতে গেলে শেয়ারটি বর্তমানে এই ট্রেন্ড লাইনের উপরেই দাঁড়িয়ে আছে। এই ট্রেন্ড লাইন ভেঙ্গে গেলে আমার হিসাবে শেয়ারটি আরো কিছু ডাউন হবার সম্ভাবনা থাকবে_____ আল্লাহ ভরসা





No comments:

Post a Comment